স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় শিক্ষা ক্ষেত্রে আমুল পরিবর্তন এসেছে। বছরের ১ম দিনে সারাদেশে একযোগে শিক্ষার্থীদের বিনামুল্যে বই দেয়া হয়। অতীতে কোন সরকারের আমলেই এ ধরণের কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। তিনি আরো বলেন, গত পাচ বছরে হবিগঞ্জ-লাখাই উপজেলার প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানে একাধিক নতুন ভবন নির্মাণ করেছি। অনেক প্রাথমিক বিদ্যালয়কে জুনিয়র হাইস্কুলে রূপান্তরিত করেছি। শুধু তাই নয় বিগত ৫ বছরে হবিগঞ্জ-লাখাই উপজেলায় একাধিক কলেজ প্রতিষ্ঠা করেছি। যার ফলে হবিগঞ্জ সদর উপজেলা বৃহত্তর সিলেট বিভাগে শিক্ষা ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করেছে। এ ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আমি আপ্রাণ চেষ্ঠা চালিয়ে যাব এবং জালালাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ভবিষ্যতে হাইস্কুলে রূপান্তরিত করব ইনশল্লাহ।
তিনি গতকাল মঙ্গলবার বিকাল ৩ টায় সদর উপজেলা রিচি ইউনিয়নের নওয়াগাঁও জালালাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় এর নতুন ভবনের উদ্বোধন শেষে ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে নওয়াগাঁও দক্ষিণ হাটিতে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সামছুল হক তুতা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট ক্ষিতিশ চন্দ্র গোপ, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা যুবলীগ নেতা ও স্কুলের দাতা সদস্য মোঃ শাহ আলম সিদ্দিক। পৌর যুবলীগ নেতা জিয়াউর রহমানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি মুজিবুর রহমান, ইউনিয়ন আ’লীগ সভাপতি মহিউদ্দিন চৌধুরী পারভেজ, সাধারণ সম্পাদক জাহির মিয়া, এডঃ জ্যোতিষ চন্দ্র গোপ, গিরীন্দ্র চন্দ্র গোপ, বিশিষ্ট মুরুব্বী জিন্নাত আলী, মোঃ আব্দুর নুর (প্রকাশ), জলিল মিয়া, যুবলীগ নেতা রতন মিয়া, মিলিটন মিয়া প্রমুখ। সমাবেশ পূর্বে সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির নবনির্মিত দ্বিতল ভবনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সভাপতি মর্তুজ আলী, বিশিষ্ট মুরুব্বী ছাবাদ মিয়া, কালা মিয়া প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ জাহির হোসাইন।