প্রেস বিজ্ঞপ্তি ॥ শহরে বিভিন্ন দোকান-ঘর ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে হবিগঞ্জের সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ। গতকাল শুক্রবার সকালে হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রি, হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশন ও ব্যবসায়ী কল্যাণ সমিতি ব্যকস-এর আহবানে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচী পালন করা হয়। এ সময় শহরে চৌধুরী বাজার থেকে বিক্ষোভ মিছিল শেষে কালীবাড়ি সড়কের আশরাফ জাহানের সামনে এক পথসভায় মিলিত হয় ব্যকসায়ীরা। কর্মসূচী শেষে সন্ধ্যা ৬টায় হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশন কার্যালয়ে আলহাজ্ব রইছ মিয়ার সভাপতিত্বে ৩ সংগঠনের যৌথ জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, হবিগঞ্জ চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি শাহবাজ চৌধুরী, মার্চেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফরিদ উদ্দিন আহমেদ, জগদীশ চন্দ্র মোদক, সামছু মিয়া, ফজলুর রহমান লেবু, এমদাদুর রহমান বাবুল, হিরাজ মিয়া, সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, আব্দুল আহাদ, আব্দুল কদ্দুছ, মফিজুর রহমান বাচ্চু, মোঃ রজব আলী, হাবিবুর রহমান খান, মোঃ আব্দুল হান্নান, দূলাল সূত্রধর, মিজানুর রহমান শামীম, নাছির উদ্দিন, পিন্টু দাস, অমিয় রায়, ডাঃ দীলিপ কুমার আচার্য্য, বদরুল আলম চৌধুরী, ফজলে রাব্বী রাসেল, শাহ জাহাঙ্গীর আলম সুমন, পার্থ সারর্থী রায় প্রমূখ।
সভায় বক্তারা হবিগঞ্জ শহরে দোকান ভাংচুরকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসন কোন ধরণের কার্যকরী ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হয়। ভবিষ্যতে প্রশাসনের আহবানকৃত সকল কার্যক্রম থেকে ৩ সংগঠনের নেতৃবৃন্দ বিরত থাকার সিদ্ধান্ত গৃহীত হয় এবং আগামী বুধবার ব্যবসায়ীদের উপর হামলার প্রতিবাদে স্থানীয় আরডি হল প্রাঙ্গণে বিকেল ৩টায় ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত সমাবেশকে সফল করার জন্য উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফরিদ উদ্দিন আহমেদকে আহবায়ক ও ব্যবসায়ী কল্যাণ সমিতি ব্যকস-এর সাধারণ সম্পাদক তোফায়েল ইসলাম কামালকে যুগ্ম আহবায়ক করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন, চেম্বার অব কমার্সের দুলাল সূত্রধর, নাছির উদ্দিন, হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের ফজলুর রহমান লেবু, এমদাদুর রহমান বাবুল, মোঃ হিরাজ মিয়া, ব্যবসায়ী কল্যাণ সমিতির ফজলে রাব্বী রাসেল ও পার্থ সারথি রায়।