চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার গাজীপুর স্কুল এন্ড কলেজে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে র্যালী মানববন্ধন শেষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ্ আহাম্মদ আলীর পরিচালনায় ও সভাপতি আব্দুল মালেক মাস্টারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ রফিক আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আব্দুল মালেক মাস্টার।