চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে প্রবাসীর দা’র কোপে দিনমজুর রিক্সাচালক আহত হয়েছে। আহত রিক্সাচালক হচ্ছেন-মিরাশি ইউনিয়নের সাত্তালিয়া গ্রামের মৃত ইন্তাজ আলীর পুত্র রুসমত আলী (৩৫)। প্রবাসী হচ্ছেন-ডুগোমন্যা’র (৪০)। গত রবিবার দুপুরের দিকে রুসমত আলী বাড়ীর পাশের ডুগোমন্যা’র একটি ধান ক্ষেত থেকে ন্যাড়া সংগ্রহ করতে যান। এসময় ডুগোমন্যা নিষেধ করেন। এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে রিক্সা চালক রুসমত আলীকে মাথায় কুপিয়ে ক্ষতবিক্ষত করা হয়। মারাত্মক আহত রুসমতকে সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করা হয়। এঘটনার তাৎক্ষনিক প্রতিবাদ জানিয়ে চুনারুঘাট উপজেলা রিক্সা মালিক চালক ইউনিয়ন এ ঘটনার বিচার দাবী করে।