প্রেস বিজ্ঞপ্তি ॥ নিরবতা আর নয় আসুন নারী নির্যাতনের বিরুদ্ধে সবাই রুখে দাড়াই এই শ্লোগানকে সামনে রেখে ব্র্যাক আইডিপি বানিয়াচং কাগাপাশা অফিসের উদ্যোগে নারী নির্যাতন নির্মূল করণে আন্তর্জাতিক প্রচার অভিযান ২০১৪ইং উপলক্ষে একটি র্যালির আয়োজন করা হয়। র্যালিটি কাগাপাশা অফিস হইতে কাগাপাশা বাজার গুরে হায়দারপুর এসে শেষ হয়।
এতে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন এলাকা উন্নয়ন সমন্বয়কারী মোঃ ইলিয়াস, শাখা ব্যবস্থাপক সেলিম আক্তার খান, শাখা ব্যবস্থাপক মামুনর রশিদ। উপস্থিত ছিলেন রাসেল, রাজু, সঞ্চয়, সম্পা, চায়নাসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।