প্রেস বিজ্ঞপ্তি ॥ গত ১লা ডিসেম্বর বার্মিংহামের লজেলস্থ স্থানীয় একটি হলে বার্মিংহাম স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসেবে রফিকুর রহমান রফু এবং সদস্য সচিব হিসেবে বাবরুল ইসলামকে মনোনিত করায় এক আনন্দ উৎসবের আয়োজন করা হয় ।
আনন্দ উৎসবে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তরুণ দল সহ জাতীয়তাবাদী দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত থেকে নব গঠিত বার্মিংহাম স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বকে প্রবাসে আগামী দিনের আন্দোলনে গুরুত্বপূর্ন ভূমিকা রাখতে সব দলের আশ্বাস প্রদান করা হয়।
নব গঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, যুক্তরাজ্য বিএনপি‘র সহ সভাপতি ও ওয়েষ্ট মিডল্যান্ডস বিএনপি‘র আহবায়ক কাজী আংগুর মিয়া, যুক্তরাজ্য বিএনপি‘র সহ সাংগঠনিক সম্পাদক সুতাজুর রেজা, ওয়েষ্ট মিডল্যান্ডস বিএনপির সদস্য সচিব হরমুজ আলী, বার্মিংহাম বিএনপি’র সহ সভাপতি বিরাম আলী, ইলিয়াছ আলী মুক্তি পরিষদ বার্মিংহামের আহবায়ক ও ওয়েষ্টে মিডল্যান্ডস সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ছমীর আলী, যুবদল নেতা চুনু মিয়া, আমিনুর রশিদ, মজনু মিয়া, তুজম্মুল আলী, জিয়াউর রহমান পাপ্পু, ওয়েষ্টে মিডল্যান্ডস স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক ইদন আলী, ইলিয়াছ আলী মুক্তি পরিষদের সদস্য সচিব কয়সর আহমদ শাহীন, যুবনেতা গুলজান আহমদ ফয়সল, রাসেল আহমদ, আব্দুল আজিজ গিলমান, যুবনেতা দুরুদ আহমদ, অলি মুকতার, আব্দুল কাইয়ূম, আব্দুল কবির, বুরহান উদ্দিন, কবির আহমদ, জামিল উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য এ সময় টেলিফোনের মাধ্যমে নব গঠিত বার্মিংহাম স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটিকে অভিনন্দন জানান যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাসির আহমদ শাহীন ও সদস্য সচিব আবুল হোসেন।