বানিয়াচঙ্গ প্রতিনিধি ॥ ইউনিসেফ এর ওয়াটার এন্ড স্যানিটেশনের বিভাগীয় ওয়াশ অফিসার কামরুল আলম গতকাল সোমবার বানিয়াচঙ্গ উপজেলা নির্বাহী অফিসার সামছুল ইসলামের সাথে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে কামরুল আলম জানান, বানিয়াচঙ্গ উপজেলার ১ নং ইউনিয়ন, ৪ নং ইউনিয়ন ৫ ও ৬ নং ইউনিয়ন, ৮ ও ৯ নং ইউনিয়ন এবং ১১ নং মক্রমপুর ইউনিয়ন এ কেট্স প্রোগ্রাম শুরু হবে। এ প্রোগ্রামে শতভাগ নিরাপদ পানি ব্যবহার ও খোলা পায়খানা বন্ধ, স্কুলের শিক্ষার্থীদের হাত পরিস্কার এবং স্কুল টিউবওয়েল মেরামত করা হবে। সাক্ষাৎকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, ইউনিসেফ এর নিউটিশন অফিসার আশরাফুল আলম, বানিয়াচঙ্গ উপজেলা সহকরী জনস্বাস্থ্য অফিসার হারুনুর রশিদ, প্রেকটিক্যাল অ্যাকশন এর শেখ সুজা উদ্দিন, ইউনিসেফ এর উন্নয়ন সহযোগী টিম ইউএসটি এর কো-অর্ডিনেটর রাজু আহমেদ, ইউনিয়ন ফেসিলেটেটর আজিজুল হক খান আজাদ, বদরুল আলম সুমন, তাইতুল ও আরশাদ মিয়া প্রমূখ।