প্রেস বিজ্ঞপ্তি ॥ খেলাফত মজলিসের প্রতিষ্টা বার্ষিকী উদযাপন উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
গতকাল বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিষ্টা বার্ষিকী উদযাপন উপলক্ষে হবিগঞ্জ শহর শাখার উদ্যোগে এক আলোচনা সভা জেলা কার্যালয়ে অনুষ্টিত হয়। মাওঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান মেহমান ছিলেন সংগঠনের জেলা সেক্রেটারী মাওঃ মোঃ আনোয়ার আলী। এত বক্তব্য রাখেন, জেলা সাংগঠনিক সম্পাদক মাওঃ নোমান আহমদ, মাওঃ আশিকুর রহমান, মৌলভী শিব্বির আহমদ ইয়াকুত, মাওঃ আব্দুর রহমান, জেলা ছাত্র মজলিসের সভাপতি মোঃ সাঈদুর রহমান সানি প্রমুখ।
এদিকে নবীগঞ্জ থানা শাখা অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা মাওঃ আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে বক্তব্য রাখেন, হাফেজ নাজমুল হুদা, মাওঃ মাহমুদুল হাসান, মাওঃ মুফতি আবু ইউসুফ চৌধুরী, মাওঃ মুজাহিদ আহমদ, মাওঃ আব্দুল বছির, মাওঃ বশির আহমদ প্রমুখ।
্এছাড়া লাখাই শাখার উদ্যোগে মাওঃ আমিমুল এহসান মাছুমের সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন, হাফেজ জাহাঙ্গীর আলম, মাওঃ মুতাছিম বিল্লাহ, মাওঃ আব্দুল ওয়াদুদ, মাওঃ অলিউল্লাহ, মাওঃ মুশাররফ হোসাইন, শওকত আহমদ প্রমুখ। অপরদিকে আজমিরীগঞ্জ শিবপাশায় মাওঃ মোবাশ্শির আহমদের সভাপতিত্বে ও মাওঃ আব্দুল হামিদ আক্তার এর পরিচালনায় এতে প্রধান মেহমান ছিলেন থানা খেলাফত মজলিসের সভাপতি মাওঃ মুফতি জুনাইদ আহমদ শাকির। বক্তব্য রাখেন, মোঃ বুরহান উদ্দিন চৌধুরী কাজল, হাফেজ মুজাম্মেল হক, মাস্টার আলম, হাফেজ আব্দুল ওয়াহিদ, এজহারুল ইসলাম, মাওঃ হাফিজুর রহমান প্রমুখ। এদিকে চুনারুঘাট, মাধবপুর ও বাহুবলে আলোচনা সভা অনুষ্টিত হয়।