স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ মহরের মাষ্টার কোয়ার্টার এলাকার বাসিন্দা আনোয়ার লাইব্রেরীর স্বত্বাধিকারী মোঃ মুসলিম উদ্দীনের মাতা মোছাম্মত রেজিয়া খাতুনের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বাদ যোহর শহরের টাউন মসজিদে জানাযার নামাজ অনুষ্টিত হয়। জানাযার নামাজে ব্যবসায়ী, রাজনীতিবীদ, আইনজীবি, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়। জানাজায় ইমামতি করেন মৌলানা গোলাম মোস্তফা নবীনগরী। জানাজা শেষে মরহুমাকে রাজনগর কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য গত রবিবার সন্ধ্যা ৫ঃ১৫ মিনিটে তিনি তাঁর মুসলিম কোয়ার্টারস্থ নিজ বাস ভবনে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৪ পুত্র ও ৩ কন্যা নাতী নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।