শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক যুক্তরাজ্যের লিভারপুল বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ফকরুল আলমের পিতা অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক আলহাজ¦ মোঃ আলী হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না…. রাজিউন)। গত ৫ ডিসেম্বর শুক্রবার রাত ১১টা ২০মিনিটে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি ৫ মেয়ে, ৩ ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ সোমবার দুপুর ২টায় শায়েস্তাগঞ্জ পৌরসভার হাসপাতাল রোডস্থ নিজ বাসভবনের সামনে জানাযা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ। শোক প্রকাশকারীরা হলেন সভাপতি আব্দুর রকিব, সহ-সভাপতি নওরুজুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক হারুন সাই, মঈনুল হাসান রতন, সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, আব্দুল হক রেনু, মিজানুর রহমান সুমন, রামেন্দ্র কিশোর মিত্র, ফিরুজুল ইসলাম চৌধুরী, এডঃ হুমায়ুন কবীর সৈকত, সমুজ আলী আহমেদ, সমীরণ চক্রবর্তী, আসম আফজল আলী রুস্তম, প্রভাষক জালাল উদ্দিন রুমী, একে এম ফজলুল হক চৌধুরী সেলিম, কামরুজ্জামান আল রিয়াদ, আমির ফারুক তালুকদার, কামরুল হাসান, সৈয়দ শাহিনুর রহমান, সৈয়দ মাসুক ভান্ডারী, এম শামীম চৌধুরী ও মহিবুর রহমান প্রমুখ।
অপর এক বিবৃতিতে সাংবাদিক ফখরুল আলমের পিতার মৃত্যুতে হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।