প্রেস বিজ্ঞপ্তি ॥ মর্মান্তিক দুর্ঘটনায় লাখাই উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক এবং বুল্লা ইউপি’র সাবেক চেয়ারম্যান মুর্শেদ কামাল তালুকদার মোশাহিদ এর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির।
এক শোক বার্তায় তিনি বলেন, তরুন বয়স থেকেই জনগনের সেবা করে আসায় মুর্শেদ কামাল মোশাহিদ অল্প বয়সেই জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন। দলকে সংগঠিত করতেও তার ভূমিকা ছিল প্রশংসনীয়। একজন রাজনৈতিক কর্মী হিসাবে সবাই তাকে আলাদাভাবে মূল্যায়ন করত। তার এই অকাল মৃত্যু আওয়ামীলীগের জন্য অপূরণীয় ক্ষতি।
তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।