প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির উদ্যোগে সংবিধান সংরক্ষণ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল চৌধুরী বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক শংকর পাল। জেলা জাপা’র সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক লুৎফুর রহমান এর পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন জেলা জাপার সাবেক সহ-সভাপতি আব্দুল মুক্তাদির চৌধুরী অপু, সাবেক সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ বাবুল, হবিগঞ্জ পৌর জাপার সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ, জেলা জাপার সাবেক সমাজ কল্যাণ সম্পাদক ইউনুছ আলী তালুকদার, পিনাকী চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক পার্টি’র সদস্য সচিব জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রভাষক মোঃ ওয়াহিদুর রহমান, জেলা জাতীয় সৈনিক পার্টির সভাপতি আব্দুল মুতালেব, সাধারণ সম্পাদক মোঃ আবু তালেব, জেলা যুব সংহতির সাবেক সহ-সভাপতি শেখ কামাল মিয়া, মোঃ মোহিত মিয়া, আব্দুর রউফ, শেখ জালাল, গোলাম কিবরিয়া চৌধুরী রিপন, দিলীপ বর্মণ, জুয়েল আহমেদ, সুয়েল আহমেদ রানা, মোঃ টেনু মিয়া, আব্দুল হান্নান, সিরাজুল ইসলাম প্রমূখ। সভাপতির বক্তৃতায় শংকর পাল বলেন-জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ সংবিধান রক্ষা ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার লক্ষে ১৯৯০ সালের এই দিনে অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি সাহাব উদ্দিন আহমেদ এর কাছে ক্ষমতা হস্তান্তর করেছিলেন। কিন্তু ক্ষমতা পেয়ে বিচারপতি সাহাব উদ্দিন আহমেদ পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ তথা জাতীয় পার্টির সাথে বেইমানী করে মিথ্যা মামলায় পল্লীবন্ধুকে গ্রেফতার করেন। জাতীয় পার্টির অধিকাংশ সিনিয়র নেতাদের উপর হুলিয়া জারী করেন। যদি জাতীয় পার্টিকে মুক্তভাবে নির্বাচন করার সুযোগ দেয়া হতো তাহলে ইতিহাস আজ অন্যভাবে লেখা হতো।