লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলার সিংহগ্রাম ইয়াসিনিয়া ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম ও সিংহগ্রাম জামে মসজিদের খতিব মাওলানা আলহাজ্ব আব্দুর রউফ (বড় হুজুর) গত শুক্রবার সকাল ৯টা ৫০ মিনিটে বার্ধক্যজনিত কারনে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি……..রাজিউন)। ওইদিনই সিংহগ্রাম শাহী ঈদগাহ মাঠে মরহুমের জানাজা নামাজ শেষে সিংহগ্রাম মাদ্রাসা প্রাঙ্গনে দাপন করা হয়। জানাজা নামাজে হাফেজ মাওঃ তাফাজ্জুল হক হবিগঞ্জীসহ প্রায় ১২ সহস্রাধিক লোক শরীক হন।
এদিকে মাওলানা আলহাজ্ব আব্দুর রউফ (বড় হুজুর) এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন লাখাই উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। শোক জ্ঞাপনকারীগণ হলেন- প্রেসক্লাবের সহ-সভাপতি উত্তম কুমার দেব, আঃ মতিন, সাধারণ সম্পাদক মোঃ আবুল কাসেম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক পান্ডব বিশ্বাস, সহ-দপ্তর সম্পাদক নিতেশ দেব, নির্বাহী সদস্য হারুনুর রশীদ, লুৎফর রহমান।
অপর দিকে বাংলাদেশ খেলাফত মজলিস লাখাই থানা শাখার সাবেক সভাপতি, সিংহগ্রাম ইয়াসিনিয়া ইসলামীয়া মাদ্রাসার অধ্যক্ষ, ইসলামী ছাত্র মজলিস হবিগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি সোহাইল আহমদের পিতা, সিংহগ্রাম জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আব্দুর রউফ এবং বাহুবল মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি মাওলানা মোস্তফা কামালের ইন্তেকালে হবিগঞ্জ জেলা খেলাফত মজলিসের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। শোক প্রকাশকারী নেতৃবৃন্দ হলেন- হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল্লাহ, সহ-সভাপতি কাজী মাওলানা হারুনুর রশিদ চৌধুরী, জেলা সাধারন সম্পাদক মাওলানা মোঃ আনোয়ার আলী, সহ-সাধারন সম্পাদক মাওলানা আব্দুল্লাহ মীরপুরী, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা নোমান আহমদ, অর্থ সম্পাদক মাওলানা আশিকুর রহমান, শহর সভাপতি মাওলানা মহিউদ্দিন, সেক্রেটারী মাওলানা মাহবুবুর রহমান, দপ্তর সম্পাদক মৌলভী শিব্বির আহমদ ইয়াকুত, লাখাই থানা সভাপতি মাওলানা আমিমুল এহসান মাছুম, সেক্রেটারী হাফেজ জাহাঙ্গীর আলম, চুনারুঘাট থানা সভাপতি মাওলানা আব্দুল কদ্দুছ নোমান, বানিয়াচং থানা সভাপতি ডাঃ মাওলানা বশির আহমদ, বাহুবল থানা সভাপতি মাওলানা আব্দুল বছির, সেক্রেটারী মাওলানা আব্দুল আহাদ, জেলা ছাত্র মজলিসের সভাপতি মোঃ সাঈদুর রহমান সানি, সেক্রেটারী মোঃ হাবিবুর রহমান জালাল।