স্টাফ রিপোর্টার ॥ চুনারঘাটে পল্লীতে নৈশ প্রহরীর স্ত্রী ও কন্যাকে গণধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাতে ওই উপজেলার উলুকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। মা ও মেয়েকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধর্ষিতা গৃহবধূ জানান, তার স্বামী আলফু মিয়া শায়েস্তাগঞ্জে নৈশ প্রহরী হিসাবে কাজ করেন। প্রতি দিনের ন্যায় আলফু মিয়া রাতে তার কাজে চলে যান। পরে মা ও মেয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে কতিপয় ৫/৬জন লোক তাদের ঘরে প্রবেশ করে হাত পা বেঁধে মা ও মেয়েকে গণধর্ষন করে। পরে বৃহস্পতিবার সকালে ঘটনাটি তারা গ্রামের স্থানীয় মুরুব্বিয়ানদের জানালে তারা বিষয়টি দেখবেন বলে জানান। পরে সারা দিন অপেক্ষার পর এ ঘটনার কোন সুরাহ না হওয়ায় গতকাল শুক্রবার মা ও মেয়ে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি হন। এ ব্যাপারে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মহসিন করিম জানান, মা ও মেয়ে ধর্ষনের ঘটনায় হাসপাতালে ভর্তি হয়েছেন। পরীক্ষা না করে এ ব্যাপারে কিছু বলা যাবে না। এ দিকে চুনারুঘাট থানার ওসি অমুল্য কুমার চৌধুরী জানান, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ দেয়নি।