স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বি-জামান খান রোডস্থ অত্যাধুনিক মন্নান শপিং মহলের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ২ টার দিকে এর উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির।
এ সময় উপস্থিত ছিলেন-মার্কেটের স্বাত্বাধিকারী মোঃ আব্দুল হাই, হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, ট্রাষ্ট ব্যাংক হবিগঞ্জ শাখার ম্যানেজার মোঃ তাজুল ইসলাম, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মোঃ আব্দুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, চেম্বার পরিচালক মোঃ দেওয়ান মিয়া, মোঃ আব্দুল গফ্ফার চৌধুরী সোহেল, মোঃ এনামুল হক, জেলা কৃষকলীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির রেজা, হাসবি সাঈদ চৌধুরী, সৈয়দ মুর্শেদসহ শহরের বিশিষ্ট ব্যাক্তিবর্গ। এতে বিশেষ মোনাজাত করেন সওদাগর জামে মসজিদের খতিব।