আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে দোকান ঘর ভাংচুর ও লোট-পাটে বাধাদেয়ায় বৃদ্ধ ও মহিলা সহ ৩ জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে একদল দূর্বৃত্ত। উপজেলার ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামে গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। স্থানীয় ও আহতদের পারিবারিক সুত্রে জানাযায়, কালিকাপুর গ্রামের লাল মিয়ার পুত্র মোক্তার মিয়া বাড়ির নিকটে রাস্তার পাশে দোকান ঘর নির্মান করে ব্যবসা পরিচালনা করে আসছে। পূর্ব বিরোধের জের ধরে পাশ্ববর্তী বাড়ির আব্দুল আলীর ছেলে সোহেল মিয়া, আব্দুন নুর এর ছেলে মহবুর মিয়া, আব্দুল মালেকের ছেলে মোসলিম মিয়া ও আবু ছায়েদের ছেলে কুদ্দুছ মিয়া সহ প্রায় ১০/১২ জন গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে দোকান ঘরটি ভাংচুর ও লোটপাট করতে থাকলে মোক্তার মিয়া বাধা দেয়। এ সময় প্রতিপক্ষের লোকজন তাকে দাঁ-লাঠি দিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। মোক্তারের চিৎকার শুনে তার পিতা লাল মিয়া ও স্ত্রী ছুফিয়া খাতুন এগিয়ে আসলে দূর্বৃত্তরা তাদেরও পিটিয়ে আহত করে। পরে প্রতিবেশি লোকজন তাদেরকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।