নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর সমাজ উন্নয়ন কেন্দ্রের কৃষক শামিম আহমেদের মূখে সফলতার হাসি। তিনি শেভরন বাংলাদেশের সহযোগীতায় ও আইডিয়ার (সিডিজিআই) প্রকল্পের বাস্তবায়নে তার দুই বিঘা জমিতে রোপা আমন ব্রী-১১ উন্নত জাতের ধান চাষ করে স্বাবলম্বী হয়েছেন। তিনি সাধারন ধান বীজ ব্রী-১১ জাতের ধান চাষ চাষ করে প্রতি বিঘায় ৮ থেকে ৯ মণ উৎপাদন করতেন। ওই জায়গায় এ বছর আইডিয়া (সিডিজিআই) এর মাধ্যমে ও শেভরনের সহযোগীতায় উন্নত জাতের ব্রী-৫১ ধান চাষ করে ২বিঘায় ৩৮মন ধান উৎপাদন করেন। এ উপলক্ষে গত বৃহস্পতিবার দুুপুরে কৃষক শামীম আহমেদের ফসলের মাঠে এক মাঠ দিবসে উল্লেখিত তথ্য গ্রাম এলাকার কৃষক কৃষাণীদের সম্মূখে তা উপস্থাপন করেন। সাধারনত প্রচলীত চাষাবাদের তুলনায় বিঘা প্রতি ৯মণ বেশী ধান উৎপাদন হওয়ায় অন্যান্য কৃষকরাও এই উন্নত ধান বিজের প্রতি আগ্রহ প্রকাশ করেন। প্রাকৃতিক দূর্যোগে ব্রী-১১ সহ অন্যান্য জাতের ধান কম ফলন ও বিনষ্ট হওয়ার সম্ভাবনা থাকলেও উন্নত জাতের ব্রী-৫১ জাতের ধান দ্বীগুন উৎপাদন করা সম্ভব বলেও জানাযায়। উক্ত মাঠ দিবসে সভাপতিত্ব করেন, মোস্তফাপুর সমাজ উন্নয়ন কেন্দ্রের সভাপতি মোঃ কনর উদ্দিন, আইডিয়ার মৎস্য বিশেষজ্ঞ নাঈম উদ্দিন জাবেদের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন, আইডিয়ার (সিডিজিআই) প্রকল্প ব্যবস্থাপক উজ্জল দেব। অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ইনাতগঞ্জ ইউপি সদস্য মোঃ সাফু আলম, আইডিয়ার মনিটরিং অফিসার রাহুল সূত্রধর, মাঠ কর্মকর্তা ফাহমিদা আজাদ প্রমূখ।