মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের উত্তর দেবপাড়া নামক স্থান থেকে গত ২৪ আগষ্ট উদ্ধার করা গুলিবিদ্ধ লাশের পরিচয় ৩ মাস অতিবাহিত হওয়ার পরও পরিচয় পাওয়া যায়নি। নবীগঞ্জ থানা পুলিশ উদ্ধারকৃত লাশের ছবিসহ দেশের বিভিন্ন জায়গায় প্রেরণ করলেও কোন পরিচয় না পাওয়ায় পুলিশও বিপাকে পড়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২৪ আগষ্ট সকালে এলাকার লোকজন ঢাকা-সিলেট মহাসড়কের পার্শ্বে ওই মৃত দেহটি দেখতে পেয়ে নবীগঞ্জ থানায় খবর দেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত আলীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যান এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এলাকাবাসী জানান, অজ্ঞাতনামা ওই লাশের মাথায় গুলি ও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। ধারণা করা হয় অন্য কোথাও তাকে হত্যা করে দুর্র্বৃত্তরা ওই স্থানে লাশটি ফেলে রেখে চলে গেছে। লাশ উদ্ধারের পর নবীগঞ্জ থানা পুলিশ ওই ব্যক্তির পরিচয় বের করার জন্য প্রাণপন চেষ্টা করেও ব্যর্থ হয়।