প্রেস বিজ্ঞপ্তি ॥ চুনারুঘাটে কমরেড ডাঃ বিসি পালের অকাল মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে চুনারঘাট উপজেলা কমিউনিষ্ট পার্টির উদ্যোগে এ শোক সভা অনুষ্টিত হয়।
এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ও চুনারুঘাট উপজেলার কমিউনিষ্ট পার্টির সাবেক সভাপতি মোঃ শফিকুল ইসলাম আরজু। অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ আরিফুর রহমান ও মোঃ মাসুম আহমেদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুনারুঘাটের ২নং আহম্মদাবাদ ইউপি’র চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ, হবিগঞ্জ জেলা কমিউনিষ্ট পার্টির সাবেক সভাপতি কমরেড শাহ মাহবুবুর রহমান, জেলা সাবেক সাধারণ সম্পাদক কমরেড হীরেন্দ্র দত্ত, হবিগঞ্জ জেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি কমরেড হাবিবুর রহমান, আমুরোড বাজার কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, মোঃ আব্দুর রহমান আজাদ, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, কমরেড মোঃ আঃ ছাত্তার, সাংবাদিক রায়রঞ্জন পাল, সাংবাদিক মোঃ নূরুল আমিন, আমুরোড হাই স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন মাস্টার, আমুরোড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবু নাসের, সাংবাদিক মোঃ আকরামুল ইসলাম, হীরেশ চন্দ্র পাল, ছাত্রনেতা মোঃ খলিলুর রহমান, মোঃ আঃ রাকিব, মোঃ হুমায়ূন তালুকদার, বিসি পালের বড় ছেলে অপূর্ব চন্দ্র পাল, স্থানীয় পল্লী চিকিৎসক মোঃ শামীমসহ বিভিন্ন দলের রাজনৈতিক, সাংবাদিক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বিসি পাল ছিলেন সবার পরিচিত মুখ। বিসি পাল সমাজের অসহায় দুঃখী মানুষের সব সময় পাশে ছিলেন। তার আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, গত ১২ নভেম্বর বুধবার রাত্র ২ঘটিকার সময় তিনি নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন।