প্রেস বিজ্ঞপ্তি ॥ জেলা টমটম মালিক শ্রমিক ঐক্য পরিষদের নতুন কমিটি গঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৮টায় সংগঠনের চৌধুরী বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র সহ-সভাপতি বাবু পিন্টু দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম আখঞ্জি’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এন এম ফজলে রাব্বী রাসেলকে সভাপতি নির্বাচন করে ১৫ সদস্য বিশিষ্ট জেলা টমটম মালিক শ্রমিক ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ও উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলামকে প্রধান উপদেষ্টা ও এডঃ আলাউদ্দিন তালুকদার, পইল ইউপি চেয়ারম্যান মোঃ সাহেব আলী, ট্রাক মালিক সমিতির সভাপতি মোঃ তুরাব আলী, মোঃ খালেক মিয়া মেম্বার, শেখ মোঃ কামাল মিয়াকে উপদেষ্টা করা হয়। নব নিযুক্ত কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি বাবু পিন্টু দাস, সহ-সভাপতি মোঃ নুরুন নবী, সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম আখঞ্জী, সহ-সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার মিয়া, মোঃ কাউছার মিয়া, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ লোকমান হেকিম, সহ-সাংগঠনিক মোঃ রফিক মিয়া, অর্থ সম্পাদক সাইফুদ্দিন জাবেদ, প্রচার সম্পাদক মোঃ আশরাফ উদ্দিন চৌধুরী অনিক, সদস্য এস এম সেলিম, মোঃ আব্দুর রহিম বাদশা, মনর মিয়া, জামাল খান, আব্দুল হান্নান।