লাখাই প্রতিনিধি ॥ লাখাই প্রেসক্লাবের সাংগঠনিক মোঃ বাহার উদ্দিন পদত্যাগ করেছেন। গত ৩ ডিসেম্বর দেয়া পদত্যাগ পত্রে বাহার উদ্দিন পদত্যাগের কারণ হিসাবে ক্লাবের কর্মকান্ডের স্থবিরতাসহ বিভিন্ন বিষয় উল্লেখ করেন। এগুলো হলো দীর্ঘদিন যাবৎ প্রেসক্লাবের নিয়মিত মাসিক ও বার্ষিক সভা অনুষ্ঠিত না হওয়া, গঠনতন্ত্রের কপি সাধারণ সদস্যদের মধ্যে বিতরণ না করে কুক্ষিগত করে রাখা, সাধারণ সম্পাদক সরকারী চাকুরীজীবি হয়েও ক্লাবের সদস্যপদ আকড়ে ধরে রাখা, ক্লাবের আয় ব্যয়ের হিসাব হাল নাগাদ উপস্থাপন না করা।