নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ কেন্দ্রীয় গোবিন্দ জিউড় আখড়ার বার্ষিক কীর্তন উৎসব পালনের লক্ষ্যে গত মঙ্গলবার রাতে আখড়ার নামন্ডপে এক সভা অনুষ্টিত হয়। বিগত কমিটির সভাপতি ডাঃ ননী গোপাল নাথের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক নৃপেন্দ্র পালের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী কেতকী রঞ্জন পাল, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি নিখিল আচার্য্য, আখড়া পরিচালনা কমিটির সভাপতি সুবিনয় কর, উপজেলা জাতীয় হিন্দু মহাজোটের সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, অশোক তরু দাস, মন্টু লাল আচার্য্য, প্রমথ চক্রবর্তী বেনু, সহদেব দেব, বিধান ধর, প্রজেশ রায় নিতন, নিকুঞ্জ পাল নিখিল, পবিত্র বনিক, দিজেন্দ্র লাল রায় মহাদেব, গোবিন্দ চক্রবর্তী, শংকর চন্দ্র দেব, উত্তম কুমার রায়, দিপক পাল, প্রনব চন্দ্র দেব, প্রদীপ রায় হারু প্রমূখ। সভায় সর্বসম্মতিক্রমে কেতকী রঞ্জন পালকে সভাপতি, উত্তম কুমার রায়কে সাধারন সম্পাদক, উত্তম কুমার পাল হিমেলকে সাংগঠনিক সম্পাদক, লিটন দেবনাথকে অর্থ সম্পাদক করে বার্ষিক কীর্তন উৎসব কমিটি গঠন করা হয়। সভায় কীর্তন উৎসব সুন্দর ও সফলভাবে সম্পাদনের লক্ষ্যে সকলের সহযোগীতা কামনা করা হয়।