প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী) নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে গত মঙ্গলবার সন্ধা ৬.০০ টায় দলের অস্থায়ী কার্যালয়ে এক কর্মী সভার আয়োজন করা হয়। কর্মী সভায় বাসদ (মার্কসবাদী) নবীগঞ্জ উপজেলার সংগঠক ও সাম্যবাদ পাঠক ফোরামের সমন্বয়ক ডাঃ সুভ্রত চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) হবিগঞ্জ জেলার সংগঠক শফিকুল ইসলাম নবীগঞ্জ উপজেলার নেতা নরেন্দ্র পাল, দিপু দাস, কাঞ্চন চক্রবর্তী, তমাল ভট্টাচার্য, অসিত দাশ প্রমুখ। সভার শুরুতে বাসদ নবীগঞ্জ উপজেলার সাবেক সমন্বয়ক মহসিন আলীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার অতীত সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরা হয়। সভায় বক্তাগণ পুজিপতিদের স্বার্থে গ্যাস ও বিদ্যুতে মূল্যবৃদ্ধির সরকারী চক্রান্ত বন্ধ করার আহব্বান জানান।