মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ০৯:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

মাধবপুরে বহু গুণের অধিকারী স্কুল শিক্ষক মাহমুদ হোসাইন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০১৪
  • ৭৪৩ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ বহু গুনের অধিকারী সফল একজন প্রধান শিক্ষক মাহমুদ হোসাইন। তিনি একাধারে একজন সফল কৃষক, খামারি, মৎস্যজীবি এবং বৃক্ষ প্রেমি। মাহমুদ হোসাইন মাধবপুর উপজেলার দূর্গানগর গ্রামের মৃত আব্দুল সমুজ এর ছেলে। মাহমুদ হোসাইন প্রায় ২০ বৎসর যাবত উপজেলার মনতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে কর্মরত। ছাত্র জীবন থেকেই মাহমুদ হোসাইন বৃক্ষ রোপনের প্রতি আগ্রহী হয়ে উঠেন। ১৯৭২ইং সনে বঙ্গবন্ধুর সেগুন গাছের ষ্টাম্প বিতরণ ও বৃক্ষ রোপনের আহ্বানে সাড়া দিয়ে তাঁর বৃক্ষ রোপনে হাতেখড়ি। তখনই তিনি নিজরে পতিত জমিতে প্রচুর সেগুন গাছের ষ্টাম্প সহ বিভিন্ন গাছের চারা রোপন করেন। ২০০৭ ইং সনে সেগুন বাগান বিক্রি করে দিলেও ২টি বিশাল সেগুন গাছ এখনো কালের সাক্ষী হয়ে দাড়িয়ে আছে। তাঁর বাগানে সাথে রয়েছে অর্ধ শতাধিক প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষ। তাঁর বাগানে ফলজ গাছের মধ্যে রয়েছে-আ¤্রপালি, কাছামিঠা আম, দেশী আম ,হাড়িভাঙ্গা, তেতুল, কামরাঙ্গা, জলপাই, বি-লেবু, কাঠাল, চালিতা, পেয়ারা, পেপে, আপেলকুল, বাউকুল, আমলকি, লটকন, কমলা, কালজাম, গোলাফজাম, কারমচা, লেবু, লেচু, দেশীকুল, নারিকেল, কদবেল, মিষ্টিআমড়া, লুকলুকি। ভেষজ গাছের মধ্যে রয়েছে-হরতকি, বহেরা, অর্জুন সহ বিভিন্ন প্রকার কাঠের ও সৌন্দর্য্য বর্ধক গাছ রয়েছে। এ ছাড়াও তাঁর রয়েছে তিন একর ভূমির একটি বিশাল পুকুর সহ ছোটছোট কয়েকটি পুকুর যেগুলোতে প্রতিবছর তিনি বিভিন্ন প্রজাতির মৎস্য চাষ করে সাফলা অর্জন করেছেন। একজন কৃষক হিসেবে বিভিন্ন প্রকার সবজি চাষ করে এলাকায় যথেষ্ট পরিচিতি লাভ করেন মাহমুদ হোসাইন। হাঁস-মুরগি ও গবাদি পশু পালনে রয়েছে তাঁর যথেষ্ট সখ্যতা। সর্বশেষ তিনি একজন সফল প্রধান শিক্ষক। তিনি মনতলা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত থাকাকালীন বিদ্যালয়টি উত্তোরত্তর সফলতা অর্জন করেছে। মাহমুদ হোসাইন একাধিকবার মাধবপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন। বর্তমানেও শিক্ষক সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন মাহমুদ হোসাইন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com