হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস
৩২ মাসে আয় করেছে ২০ কোটি টাকা
প্রদান করা হয় ৬০ হাজার পাসপোর্ট
আব্দুল হালীম ॥ হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে মেশিন রিডাবল পাসপোর্ট করে ৩২ মাসে ২০ কোটি টাকা রাজস্ব আয় করেছে। শুধু গত অর্থ বছরে আয় করেছে ৯ কোটি ৩০ লাখ টাকা। ২ বছর ৮ মাসে ৬০ হাজার আবেদনকারীকে পাসপোর্ট প্রদান করা হয়েছে। জানা যায়, মান্দাতার আমলের হাতের লেখা পাসপোর্টে দালালদের হয়রানী, ভূয়া পাসপোর্ট তৈরী, পাসপোর্টের ছবি পরিবর্তন সহ নানা বিড়ম্বনায় পড়তে হয়েছে নাগরিকদের। এতে করে সরকারকেও নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। এমনকি বিদেশে গিয়েও এ পাসপোর্ট নিয়ে নানা বিপাকে পড়তে হয়েছে প্রবাসীদের। যে কারনে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার উদ্যোগে বর্তমান সরকার ৫’শ ৬০ কোটি টাকায় সারাদেশে এমআরপি প্রকল্প চালু করে। এর ধারাবাহিকতায় ২০১০ সালের ৩০ ডিসেম্বর হবিগঞ্জে মেশিন রিডাবল পাসপোর্টেল কার্যক্রম শুরু করে। জানানো হয় আবেদনকারীদের রিডাবল পাসপোর্টের জন্য ৩ হাজার টাকায় ১ মাসে ও ৬ হাজার টাকায় ২ মাসে এমআরপি দেয়া হবে। ডিজিটাল পাসপোর্টধারীদের ব্যক্তিগত পরিচিত অনলাইনে থাকায় দেশ-বিদেশের যে কোন স্থানে বসেই সব কিছু জানা যায়। তাছাড়া এ পাসপোর্ট কোন রকম হয়রানী ও প্রতারিত হওয়ার সুযোগ থাকে না। এদিকে মেশিন রিডাবল পাসপোর্ট কার্যক্রমকে আরও গতিশীল করতে ২০১১ সালের ৪ ফেব্র“য়ারী আঞ্চলিক পাসপোর্ট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তৎকালীন স্বারাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন। আগামী ২ নভেম্বর প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন ভবনের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর। এ ব্যাপারে হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোঃ সালাহ উদ্দিন জানান, পুলিশী তদন্ত শেষে দ্রুততম সময়ে এখন পাসপোর্ট দেয়া হয়। এতে আবেদনকারীদের কোন ধরনের হয়রানী ও ভোগান্তির সুযোগ নেই। তাছাড়া দালালদের দৌরাত্ম এখন আর নেই।
ইমামবাড়ী বাজারে হরতাল পালিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ী বাজারে হরতাল পালিত হয়েছে। হরতালের পিকেটিং ও বিক্ষোভকালে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, কালিয়াঙ্গা ইউনিয়ন যুদবলের সভাপতি আখলাকুল হক চৌধুরী বিপ্টু, সাধারণ সম্পাদক এম এন মির্জা এমদাদুল হক শানু, মোস্তফা কামাল, মোশাহিদ, ইমদাদুল হক, আহম্মদ খান, নূরুল হক, ডাঃ লিটন, মানিক, আলমগীর, সুমন, সালেহ, বাচ্চু, শ্যামা, সাবাজ, বিপ্লব দত্ত, আক্তার হোসেন, পারভেজ, সুহেল, রায়হান, মহিদুল, নূরুল আমীন, আব্দুল আজিজ, আজিজুর রহমান, মৌলানা আজিজ, কাজী আব্দুল মজিদ।
আজমিরীগঞ্জে আওয়ামীলীগ-বিএনপি সংঘর্ষে আহত ১০
স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলা সদরে আওয়ামীলীগ-বিএনপি’র সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছে। গতকাল বিকেল সাড়ে ৫টায় আজমিরীগঞ্জ উপজেলা সদরের মধ্যবাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে বিকেল সোয়া ৫টার দিকে ১৮ দলের নেতাকর্মীরা মিছিল বের করে। মিছিলটি আজমিরীগঞ্জ উপজেলার সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় মধ্যবাজার এলাকায় বিএনপি কার্যালয়ের কাছে পথসভা করে। পথসভার শেষ দিকে বেলা সাড়ে ৫টার দিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক যখন বক্তব্য দিচ্ছিলেন তখন কে বা কারা ওই সভায় পানির বোতল ছুঁড়ে মারে। এ নিয়ে বিএনপি কার্যালয়ের অদূরে উপজেলা ছাত্রলীগ কার্যালয়ে অবস্থানরত ছাত্রলীগ কর্মীদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের বাগ্বিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর বখত চৌধুরী জানান- বিএনপি’র পথসভায় ঢিল ছুঁড়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আহতদের মধ্যে আজমিরীগঞ্জ উপজেলা কৃষকদল নেতা আসমাউল করিম (৩২), পৌর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক রহিবুর রহমান খান (৩৫), উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক মোবারুল ইসলাম (৩২), স্বেচ্ছাসেবক দল নেতা জামির হোসেন (৩০) ও পথচারী মাসুম মিয়াকে (২০) আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া উপজেলা যুবদল সভাপতি মাসুদ পারভেজ (৪২), পৌর ছাত্রদল সহ সভাপতি মবু (২২) ও সাধারণ সম্পাদক হাসানকে (২৩) স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
চুনারুঘাটে বিনা বাধায়
বিএনপি’জামাতের পিকেটিং
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে পালিত হয়েছে স্মরণকালের হরতাল। খুলেনি কোন ধরনের দোকান পাট, অফিস আদালত, ব্যাংক-বীমা প্রতিষ্টান। চলেনি মোটর যান, রিক্সা-অটোরিক্সা। বিএনপি, জামাত-শিবিরের নেতাকর্মীরা থানা সদর থেকে শুরু করে গ্রাম পর্যন্ত পিকেটিং করেছে। পিকেটিং-এ নেতৃত্ব দেন সৈয়দ লিয়াক হাসান, মোহাম্মদ আলী, মীর সিরাজ, শামসুল হক, খাইরুল আলম, আঃ মন্নান রুমন,সাইফুল ইসলাম, শফিক মিয়া, আঃ মতিনসহ জামাতের অনেক নেতা। সারা দিন থেমে থেমে বের করা হয়েছে বিক্ষোভ মিছিল। চুনারুঘাট থানা সদরের বিভিন্ন রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হয়েছে বিনা বাধায়। স্থানে স্থানে পুলিশের টহল থাকলেও তারা ছিলেন শান্ত। কোন ধরনের ঝামেলায় জড়ায়নি পুলিশ।
নবীগঞ্জের বাংলাবাজারে পিকেটিং
প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার বাংলাবাজারে ৬নং কুর্শি ইউপি বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দের উদ্যোগে হরতাল পালিত হয়েছে। দিনভর পিকেটিং শেষে বিকালে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্টিত হয়। পথসভায় উপস্থিত ছিলেন ৬নং কুর্শি ইউপি বিএনপির সভাপতি সৈয়দ নাজমুল হোসেন হারুন, সাধারণ সম্পাদক মতিউর রহমান জামাল, সাংগঠনিক সম্পাদক ওয়ারিছুল আম্বিয়া তালুকদার, ইউপি যুবদল সভাপতি আবু বকর সিদ্দিকি, সহ সভাপতি হায়দর মিয়া, সাধারণ সম্পাদক জাবির হোসেন, যুগ্ম সম্পাদক শাহ জামিল, শাহ সুজন, সাংগঠনিক সম্পদক রাসেল আহমদ, যুবদল নেতা সৈয়দ সুলেমান, ইউপি ছাত্রদলের সভাপতি সৈয়দ শিপু আহমেদ, সাধারন সম্পদক মোশাহিদ আলম, বিএনপি নেতা হাজী মশিউর রহমান, হাজী আঃ হাসিম, রেজান মিয়া, গফুর মিয়া, আলী আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা ফুরুক মিয়া, জামাল মিয়া, ছাত্রদল নেতা ওয়াহিদ মিয়া, জামাল মিয়া, জাকির চৌধুরী, ছাত্রদল নেতা রিপন আহমেদ, যুবদল নেতা হাফিজুর মিয়া, আজাদ মিয়া, হারুন মিয়া, শ্রমিক দল নেতা হারুন মিয়া, মঙ্গল মিয়া, সুজন মিয়া, কদ্দুছ মিয়া, হালিম মিয়া, হাফিজুর, কায়ুম, ছাত্রদল নেতা মিলন, জুয়েল, আফজল, পাবলু, তারেক(১), ওয়ারিছ, মাহবুব, রুবেল, মুজাক্কির, তারেক (২), কাশেম, সোহান, সাইফুর, খালেদ, আক্তার, শাহিন, রায়হান, নরুল, ইয়াওর প্রমূখ। সভায় বক্তাগণ দেশনেত্রী খালেদা জিয়া ঘোষিত নির্দলীয় তত্ত্ব¡াবধায়ক সরকারের দাবী মেনে নেয়ার আহবান জানান।
বাংলাদেশ ছাত্রলীগ কাগাপাশা
ইউপির ৯নং ওয়ার্ড কমিটি গঠিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলার ৬নং কাগাপাশা ইউনিয়নে বাংলাদেশ ছাত্রলীগের ৯ নং (উমরপুর, হায়দরপুর) ওয়ার্ডের কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বিকালে কাগাপাশা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের হায়দরপুরে এক সভা অনুষ্টিত হয়। কাগাপাশা ইউপি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইব্রাহীম আহমেদ সোহানের পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা যুবলীগের সদস্য সৈয়দ বদরুল ইসলাম, ইউপি যুবলীগের দপ্তর সম্পাদক ছোটন তালুকদার, ইউপি ছাত্রলীগের সহ সভাপতি আল আমিন হোসেন, সাংগঠনিক সম্পাদক দুলাল মিয়া, কাউছার আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক রাজন মিয়া। সভায় বিস্তারিত আলোচনার পর কাগাপাশা ইউপি এর ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি পদে মোঃ রিপন মিয়া, সাধারণ সম্পাদক পদে শিবলু আহমদ ও সংগঠনিক সম্পাদক পদে আলমগীর মিয়াকে মনোনীত করে ৫১ সদস্য বিশিষ্ট ৯নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়।
চেয়ারম্যান মোক্তার হোসেন বেনু
জেলার শ্রেষ্ট বিদ্যুতসাহী সমাজকর্মী
প্রেস বিজ্ঞপ্তি ॥ লাখাই উপজেলার ভরপুর্ণি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানের্জি কমিটির সভাপতি ও বুল্লা ইউপি চেয়ারম্যান এবং কৃষকলীগের সাধারণ সম্পাদক শেখ মোক্তার হোসেন বেনু জেলার শ্রেষ্ট বিদ্যুতসাহী ও সমাজকর্মী নির্বাচিত হয়েছেন। গত ২৪ অক্টোবর জেলা প্রশাসকের কার্যালয়ে বাচাই কমিটি তাঁকে জেলার শ্রেষ্ট বিদ্যুতসাহী ও সমাজকর্মী হিসেবে নির্বাচিত করেন। ৫ নভেম্বর সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তিনি প্রতিযোগীতায় অংশ নিবেন। তিনি সকলের দোয়া কামনা করছেন।
আউশকান্দিতে মহা সড়কে
আ.লীগের বিক্ষোভ মিছিল সমাবেশ
প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপি ও জামায়াতের হরতাল নৈরাজ্যর প্রতিবাদে ঢাকা-সিলেট মহা সড়কের আউশকান্দিতে গত দু’দিন ধরে দফায় দফায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করছে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিল শেষে আউশকান্দি (হীরাগঞ্জ) বাজারস্থ যাত্রী ছাউনীর সামনে বিশাল সমাবেশ করেন নেতাকর্মীরা। ইউপি আওয়ামীলীগের সহ সভাপতি বদরুল ইসলাম বকুলের সভাপতিত্বে ও দিলশাদ মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা মাসুক মেম্বার, আব্দুল জলিল, মুক্তার হোসেন, মল্লিক মিয়া, ইউপি যুবলীগের আহবায়ক আব্দুল হামিদ নিকছন, যুগ্ম আহবায়ক নুরুল হক, সাবেক ইউপি যুবলীগ সাবেক সহ সভাপতি ফজলুল করিম মিছবাহ ও সাবেক সাধারণ সম্পাদক খালেদ আহমদ জজ, যুবলীগ নেতা মাসুদ চৌধুরী, গৌছ মিয়া, প্রবাসী আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান, থানা স্বেচ্ছাসেবকলীগ নেতা এম মুজিবুর রহমান, যুবলীগ নেতা এম এ মুকিত, কন্ঠ শিল্পী খালেদ, ইউপি কৃষকলীগ আহবায়ক জাহান চৌধুরী, যুগ্ম আহবায়ক আব্দুর নুর, ডাঃ নিজামুল হক, কুর্শী ইউপি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুহিন আহমদ চৌধুরী, আউশকান্দি ইউপি ছাত্রলীগের যুগ্ম আহবায়ক এম এ ছবুর, ছাত্রলীগ নেতা আল আমিন, ছাত্রলীগ নেতা তোফায়েল আহমদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা নাজমুল হক চৌধুরী পলাশ, আব্দুস ছবুর, ফখরুল ইসলাম জুয়েল, রিপন আহমদ, জয়নাল বখত, মোনাইম কবির, মিজানুর রহমান সুহেল, খালিছ আহমদ সাগর, বেলাল আহমদ, সোহেব আহমদ, আব্দুল আমিন কামাল, শাহ আশরাফ আলী, ময়নুল ইসলাম রুবেল, দিপু, পাপ্পু, সাইফুল, আজিম, সবুজ, জুবায়ের, মুরাদ, রায়হান, সাহেদ, তাহের, আল জাবের, হাসান, অপু, হেবলু, এমদাদ ও ছাত্রলীগ নেতা নাসির আহমদ প্রমুখ।
জাপা নেতা আতিককে নির্বাচিত
করতে মনতৈল গ্রামে প্রচার মিছিল
প্রেস বিজ্ঞপ্তি ॥ আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-সদর লাখাই আসনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, হবিগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব আতিকুর রহমান আতিককে নির্বাচিত করতে লাখাই উপজেলার মনতৈল গ্রামে এক প্রচার মিছিল বের করা হয়েছে। গতকাল সন্ধ্যায় করাব ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি নুরুজ আলী মেম্বারের নেতৃত্বে এই মিছিল বের করা হয়। মিছিলটি সারা গ্রাম প্রদক্ষিণ করে শেষ হয়। মিছিল শেষে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তারা দুটি দলের দুঃশাসন থেকে মুক্তি পেতে আগামী সংসদ নির্বাচনে জাপা নেতা আতিকুর রহমান আতিককে লাঙ্গল মার্কা ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান।
নবীগঞ্জ থানা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রায়েছ আহমেদ চৌধুরীর নেতৃত্বে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জে হরতালের সমর্থনে থানা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রায়েছ আহমেদ চৌধুরীর নেতৃত্বে নবীগঞ্জ শহরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে নবীগঞ্জ নতুন বাজার মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে থানা ছাত্রদল নেতা মোঃ বদরুদ জামান চৌধুীর সভাপতিত্বে ও নবীগঞ্জ কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ রুহুল আমীন শমসের এর পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন থানা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রায়েছ আহমেদ চৌধুরী। এতে আরো বক্তব্য রাখেন থানা ছাত্র দল নেতা মনির হোসেন চৌধুরী, তোফায়েল আহমেদ, আলী জাহান, হাবিবুর রহমান হাবিব, জসিম চৌধুরী, জসিম উদ্দিন, শায়েক চৌধুরী, আবু সামা, সিডি সোহেল, হোসাইন আহমেদ, লোকমান চৌধুরী, অলিউর রহমান অলি, মোজাক্কির আহমেদ, হাফিজ তুহিন, অনির্বান নাগ, জিয়াউর রহমান চৌধুরী, সোহেল আহমেদ, আলীফ উদ্দিন, তুহিন আহমেদ, কামাল হোসেন লিটন মিয়া, কলেজ ছাত্রদল নেতা, জয়নুল আবেদীন রিপন, আবিদুর রহমান, নিকলেশ দাশ, জাহিদ আহমেদ, জুবেদ মিয়া, রুমান মিয়া, তুহিন হামিদ, মোহন, ইব্রাহিম, অলি, আজাদ, সিব্বির, ফয়সল, জাকির, উজ্জল, সাজ্জাদ, সুহান, রাহি, কিবরিয়া, আলমগীর, রুবেল, প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে রায়েছ আহমেদ চৌধুরী বলেন- স্বৈরাচারী, শেখ হাসিনা সরকারের পতন না হওয়া পর্যন্ত ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথে আন্দোলন করার জন্য উদাত্ত আহবান জানান।
চুনারুঘাটে মহিলাকে কুপিয়ে হত্যা
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে খোদেজা বেগম (৬০) নামে এ বৃদ্ধ মহিলা খুন হয়েছে। নিহত খোদেজা বেগম পারকুল গ্রামের মৃত আনফর উল্লার স্ত্রী। রোববার দিবাগত রাত ১২টার দিকে তাকে কুপিয়ে হত্যা করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে- পারকুল গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে সিরাজ মিয়ার সঙ্গে একই গ্রামের আজগর আলীর ছেলে কুতুব আলীর জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছে। এদিকে, সিরাজ মিয়ার পারকুল বস্তি এলাকার বাগান বাড়িতে দীর্ঘদিন যাবত তত্ত্বাবধায়ক হিসেবে বসবাস করছেন খোদেজা বেগম। রোববার দিবাগত রাত ১২টায় খোদেজা বেগমকে কে বা কারা কুপিয়ে হত্যা করে। পরে খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ সোমবার বেলা ৯টায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি (তদন্ত) কাজী কামাল উদ্দিন জানান- জমি সংক্রান্ত বিরোধের জের ধরে খোদেজা বেগম খুন হয়েছে। তিনি আরও জানান- এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
হরতালে কাচাবাজারে আগুন
বরুন সিকদার ॥ হরতালের কারণে কাচাবাজারের সব্জির দাম বাড়তে শুরু করেছে। ঘন্টা ব্যবধানে প্রায় সবধরণের সব্জির দাম কেজিতে বেড়েছে ২ থেকে ৩ টাকা হারে । চড়া দামে বিক্রি হচ্ছে কাচা মরিচ। বর্তমানে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৫০ টাকা করে। এছাড়া বেড়েছে চালেরও দাম। সহনীয় পর্যায়ে রয়েছে দেশী-পোল্ট্রি মুরগী ও ভোজ্য তেলের দাম। ক্রেতাদের অভিযোগ, হরতালের অজুুহাতে দাম বাড়িয়েছে বিক্রেতারা। অন্যদিকে বিক্রেতারা বলছেন হরতালে যানচলাচল ও শমিক না থাকায় প্যণ্যের দাম বাড়ার মূল কারণ। দামের তারতম্যের কারনে বাজারগুলোতে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে বাগ্বিতন্ডা করতে দেখা গেছে। ভোক্তা আইন থাকলেও তা কার্যকর নেই।
এদিকে রাজনৈতিক ইস্যুতে ডাকা হরতালের কারণে বোরো মৌসুমের সারের দাম বৃদ্ধি হতে পারে, এমন হতাশায় ভুগছেন কৃষকেরা। এমন অজুুহাতকে একেবারে উড়িয়ে দিচ্ছে না ডিলাররাও। হবিগঞ্জ জেলা শহরের শায়েস্তানগর, কাচামাল হাটা, কোর্টস্টেশন, চৌধুরী বাজার ও সিনামহল বাজার ঘুরে দেখা যায়, কাচামরিচের দাম কেজিতে বেড়েছে ১৫০ টাকা করে, খুচরা বাজারে প্রতি কেজি ২৫০ টাকা করে। পিয়াজ কেজিতে বেড়েছে ২ টাকা করে, বর্তমান খুচরা বাজারে প্রতি কেজি বিক্রয় হচ্ছে ৯০ টাকা, শশা কেজিতে বেড়েছে ২ টাকা। খুচরা বাজারে প্রতি কেজি ২৫ টাকা। এছাড়া রসুন, পেপে, কাচা হলুদ, টমেটো, বরবটি, ঝিঙ্গা প্রতি কেজিতে বেড়েছে ২ টাকা করে। শীতকালীন সব্জি হিসেবে মুলা, গাজর, বাধাকপিও চড়া দামে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে মুকি প্রতি কেজি ১৫ টাকা, কেজি প্রতি কাচা হলুদ ১৫ টাকা, বরবটি প্রতি কেজি ৪০ টাকা, টমোটো প্রতি কেজি ৮৫ টাকা, আলু (ডায়মন্ড) ১৬ টাকা, পেপে প্রতি কেজি ২০ টাকা, ঝিঙ্গা প্রতি কেজি ৩৫ টাকা, বেগুন প্রতি কেজি ৫০ টাকা, রসুন প্রতি কেজি ৭০ টাকা করে। সাররে ডিলারগুলোতে প্রতিমন ইউরিয়া বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১১শ টাকায়, গুটি প্রতিমণ বিক্রি হচ্ছে ১২শ থেকে ১৩শ টাকায় এবং পটাশ প্রতিমন বিক্রি হচ্ছে ৬শ থেকে ৭শ টাকায়। যা গত মাসের চাইতে তিন প্রকারের সারের দাম ৫০ থেকে ১শ টাকা করে বেড়েছে। চান্দিনা, আটাইশ, উনত্রিশ ও আটচল্লিশ চালের দাম কেজিতে ২ টাকা করে বেড়েছে। সুলতানশী গ্রামের বাসিন্দা কৃষক তৈয়ব আলী জানান, আমরা ডেইলি কাজ কইর্যা খাই। হরতালের কারণে গাড়ি না থাকলে বাজারে যাইতে পারি না। শাক সব্জি বাসাত (বাড়িতে) রাখলে ইত্যা (এগুলো) পইচ্যা (পচে) যায়। আমরা না খাইয়া থাকন লাগে এমন অবস্থা। রাজনগর এলাকার বাসিন্দা রোমান মিয়া বলেন, হরতালের অজুহাতে কাচাবাজারের সব্জির দাম চড়া থাকায় আমরা সাধারণ মানুষ বিপাকে পড়তে হচ্ছে।
পাইকারি ব্যবসায়ি কামাল মিয়া জানান, হরতালের কারনে আমরা সব্জি আমদানি ও রপ্তানি করতে পারছি না। ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। বর্তমান সময়ে বড় দুই রাজনৈতিক দলের একে অন্যের প্রতি সমোঝতা অভাব ও অক্রমনাত্মক মনোভাবের খেসারত গুনতে হচ্ছে সাধারণ মানুষদের। সবচেয়ে বেশী বেকায়দায় পড়েছে রিক্সাচালক ও টমটম চাললকসহ শহরে যারা দিন এনে দিন খায় তারা।
লখনাউক-কাশিমপুর বিদ্যুত লাইন
উদ্বোধন করলেন এমপি আবু জাহির
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য, আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির প্রধান অতিথির বক্তব্যে বলেন, লখনাউক গ্রামে প্রায় ৪ কি.মি.বিদ্যুত লাইন ৩১৯টি মিটার নতুন সংযোগ, কাশিমপুর গ্রামে ২ কি.মি. বিদ্যুত লাইন ১৬৮ টি নতুন মিটার সংযোগ দিয়ে আজ আমি অত্যন্ত আনন্দিত। আপনারা বিদ্যুত পেয়ে আনন্দিত আর আমি দিতে পেরে আনন্দিত। বর্তমান সরকার দেশে বিদ্যুৎ, শিক্ষা, তথ্য প্রযুক্তি, কৃষি ও যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী উন্নয়ন করেছে। সরকারের এই সফলতাকে ব্যর্থ করতে বিএনপি ও প্রতিক্রিয়াশীল চক্র উঠে পড়ে লেগেছে। সরকার যখন দেশকে একটি কাংখিত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে। সেখানে বিরোধী দল ইস্যু বিহীন হরতাল দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করে অর্থনীতিকে ধ্বংসের পায়তারা করছে। জনগণ বিরোধী দলের এই ইস্যু বিহীন হরতাল প্রত্যাখান করায় সাম্প্রদায়িক শক্তিকে ব্যবহার করে ধ্বংসাত্বক কাজে লিপ্ত হয়েছে। দেশে বোমা মুক্ত পরিবেশ ও উন্নয়নের স্বার্থে আগামী নির্বাচনে আওয়ামীলীগকে বিজয়ী করতে হবে। তিনি ধোকাবাজদের বিরুদ্ধে কঠোর হওয়ার জন্য জনগণের প্রতি আহবান জানান। গতকাল বিকাল ৩টায় কাশিমপুর স্কুল মাঠে বিদ্যুাৎ সংযোগ উদ্বোধন শেষে জনসভা অনুষ্ঠিত হয়। উক্ত জনসভায় সভাপতিত্ব করেন আব্দুল মোতালিব ও কাজী কামাল এর পরিচালনায় বক্তব্য রাখেন, পল্লী বিদ্যুতের জি,এম, মোঃ রেজাউল হক, অধ্যক্ষ দ্বীন ইসলাম, লাখাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহফুজুল আলম মাহফুজ, চেয়ারম্যান মোক্তার হোসেন বেনু, মুক্তিযোদ্ধা মুর্শেদ কামাল, এম এ মতিন মাস্টার, মওলানা আব্দুল কাইয়ুম, জাহাঙ্গীর আলম, নূরুল আমীন মেম্বার, মাসুক মিয়া, মুলুক হোসেন মেম্বার, মামুনূর রশিদ, আব্দুল হাই, মোঃ শহীদ মিয়া, হুমায়ুন কবির, হবি রহমান, বাহার মিয়া প্রমূখ।