বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০৬:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

হবিগঞ্জ সদর হাসপাতালে এ্যাম্বুলেন্স ॥ ভাড়ার কমিশন ভাগবাটোয়ারা নিয়ে দালালদের মধ্যে সংঘর্ষে

  • আপডেট টাইম সোমবার, ১ ডিসেম্বর, ২০১৪
  • ৪৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালের সামনে এ্যাম্বুলেন্স ভাড়া দেয়ার কমিশন ভাগবাটোয়ারা নিয়ে দালালদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ঘটনা ঘটছে। এ ঘটনায় দুই দালাল আহত হয়েছে।
সূত্র জানা যায়, হবিগঞ্জ সদর হাসপতালের প্রধান ফটকে দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে এ্যাম্বুলেন্স স্টেন বসিয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে। এসব এাম্বুলেন্স পরিবহনের চালকরা দালালদের কমিশনের ভিত্তিতে রোগীদের বিভিন্ন স্থানে নিয়ে যায়। গতকাল সন্ধ্যায় অন্ততপুর গ্রামের মোশাহিদ মিয়া মোহনপুর এলাকার এক রোগীকে এ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে দেয়। পরে এ্যাম্বুলেন্স চালক মোশাহিদ মিয়াকে কমিশন দেন। এসময় সোহেল মিয়া তার কাছে এর অর্ধেক টাকা দেয়ার জন্য দাবি করে। এ নিয়ে দু’জনের মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে দু’জনের পক্ষের লোকজনের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় হাসপাতাল এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার এস আই মিন্টু দে নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com