প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক, কলামিস্ট ও আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষক জগলুল আহমেদ চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট মো. আবু জাহির। এক শোকবার্তায় তিনি বলেন, জগলুল আহমেদ চৌধুরী শুধু হবিগঞ্জের কৃতি সন্তানই ছিলেননা। তিনি ছিলেন দেশের একজন প্রতিতযশা সাংবাদিক। তার মৃত্যুও জাতীর জন্য অপূরণীয় ক্ষতি।
তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।