স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং প্রেসক্লাব এর ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল রোববার সকালে শিক্ষক সমিতি হলরুমে অনুষ্ঠিত হয়েছে। দৈনিক মানবজমিন পত্রিকার হাওর অঞ্চল প্রতিনিধি আখলাক হুসেইন খান খেলু সভাপতি ও দৈনিক যুগান্তর বানিয়াচং প্রতিনিধি ও দৈনিক খোয়াই পত্রিকার স্টাফ রিপোর্টার তোফায়েল রেজা সোহেলকে সেক্রেটারি নির্বাচিত করা হয়। এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার দায়িত্বভার দেয়া হয় নবাগত সভাপতি ও সাধারণ সম্পাদক কে। সম্মেলনের শুরুতেই প্রখ্যাত সাংবাদিক জগলুল চৌধুরীর মৃত্যুতে ১ মিনিট নিরবতা পালন ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দৈনিক জনতার এক্সপ্রেস পত্রিকার স্টাফ রিপোর্টার ও চ্যানেল এস প্রতিনিধি মখছিল মিয়া’র সঞ্চালনায় ১ম অধিবেশনে সভাপতিত্ব করেন আখলাক হুসেইন খান খেলু। পরে সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ফ্রিল্যান্স সাংবাদিক খলিলুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক দৈনিক আয়না প্রতিনিধি মো. আশিকুল ইসলামের সঞ্চালনায় ২য় অধিবেশন শুরু হয়। এতে বক্তব্য রাখেন অধ্যক্ষ আবদাল হুসেন খান, আমার দেশ পত্রিকার প্রতিনিধি হেমায়েত আলী খান, আমাদের সময় প্রতিনিধি আবদুল কদ্দুছ বিশ্বাস, ইত্তেফাক প্রতিনিধি আজিমুল হক স্বপন, যায়যায় দিন প্রতিনিধি শেখ জোবায়ের জসিম, ফ্রিল্যান্স সাংবাদিক খলিলুর রহমান, দেওয়ান শোয়েব রাজা, দৈনিক খোয়াই প্রতিনিধি শিব্বির আহমদ আরজু, সমাচার প্রতিনিধি মোঃ সেলিম মিয়া, সমকাল ও প্রভাকর প্রতিনিধি রায়হান উদ্দিন সুমন, আবিদ মিয়া প্রমূখ।