রফিকুল হাসান চৌধুরী তুহিন ॥ মিড ক্যারিয়ার ট্রেনিং ফর ফিল্ড এডমিনিস্ট্রেশন অব বাংলাদেশ সিভিল সারভেন্টস্’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহনের জন্য আজ রবিবার ভোরে ভারত যাচ্ছেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী। এই প্রশিক্ষন কোর্সে ১৪ তম ব্যাচের জন্য হবিগঞ্জের একমাত্র প্রতিনিধি হিসেবে মনোনীত শওকত আলী। আজ রবিবার দুপুর থেকে ভারতের লাল বাহাদুর সাস্ত্রী ন্যাশনাল একাডেমী অব এডমিনিস্ট্রেশন মুসসরি (এলবিএসএনএএ) এর ন্যাশনাল ইন্সস্টিটিউট অব এডমিনিস্ট্রেটিভ রিসার্চ (এনএআইআর) এই প্রশিক্ষন শুরু হবে। চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত।