প্রেস বিজ্ঞপ্তি ॥ বঙ্গবীর ওসমানী পদক পেয়েছেন আজমিরীগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল মজিদ মিয়া।
বাংলাদেশ স্বপ্নকুঁড়ি ফাউন্ডেশন গত ২৫ নভেম্বর কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর ভিআইপি সেমিনার হলে জাতীয় চার নেতা জেল হত্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী সতিস চন্দ্র রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাকে এ পদক প্রদান করেন। আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক আলহাজ্ব হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে জেল হত্যা দিবস ও সম্মাননা পদক প্রদান সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাষা সৈনিক শামসুল হুদা, মুক্তিযোদ্ধা প্রফেসর মোঃ আনোয়ার হোসেন প্রমূখ।