মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল ইসলাম মামুন সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ হবিগঞ্জ জেলার শ্রেষ্ট চেয়ারম্যান হিসাবে জেনারেল ওসমানী স্বর্ণপদকে ভূষিত হয়েছেন। শুক্রবার বিকালে ঢাকা নজরুল ইন্সটিটিউটের কবি ভবনে একুশে মিডিয়া ফাউন্ডেশন আয়োজিত নিরাপদ সড়ক আন্দোলনে জনপ্রতিনিধিদের করণীয় শীর্ষক আলোচনা ও গুনীজন সংর্বধনা সভায় প্রধান অতিথি হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ.আ.ম.স.আরেফিন সিদ্দিকী বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ট চেয়ারম্যানদের হাতে ক্রেষ্ট ও সম্মাননা তুলে দেন। একুশে মিডিয়া ফাউন্ডেশনের উপদেষ্টা বিশিষ্ট কবি ও গীতিকার খোশনূর’র সভাপতিত্বে আলোচনা ও গুনীজন সংর্বধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য, বিশিষ্ট কবি কাজী রোজি, নিরাপদ সড়ক চাই’র যুগ্ম সাধারন সম্পাদক লায়ন মোঃ গনি মিয়া বাবুল, বিশিষ্ট কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিন, বিসিসি নিউজের’র সম্পাদক নাজমা আক্তার, একুশে মিডিয়া ফাউন্ডেশনের সভাপতি সিজাউল ইসলাম স¤্রাট, সাধারন সম্পাদক মিরাজ হোসেন প্রিন্স প্রমূখ।