প্রেস বিজ্ঞপ্তি ॥ গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির পায়তারা বন্ধ ও হবিগঞ্জ-বানিয়াচং সড়ক সংস্কারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি ও বাংলাদেশের সমাজতন্ত্রিক দল-বাসদ বানিয়াচং উপজেলা শাখা। গতকাল শুক্রবার বিকালে বানিয়াচং প্রেসক্লাবের সামন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বড়বাজারস্থ শহীদ মিনার সংলগ্ন পাঁচ রাস্তার মোড়ে সমাবেশে মিলিত হয়। উপজেলা সিপিবি’র সাধারণ সম্পাদক আব্দুল হক মামুন’র সভাপতিত্বে ও জেলা ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান পলাশ’র পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বাসদ’র সাধারণ সম্পাদক এআরসি কাউছার, সিপিবি নেতা মোহাম্মদ আলী, ইমদাদুল হোসেন খান প্রমূখ। বক্তারা আজ শনিবার প্রধানমন্ত্রীর হবিগঞ্জের জনসভায় গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির পায়তারা বন্ধের ঘোষনা দেয়াসহ অবিলম্বে হবিগঞ্জ-বানিয়াচং সড়ক সংস্কার কাজ শুরুর ঘোষনা দেয়ার দাবী জানান।