বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল বাজারে গতকাল বৃহস্পতিবার রাত ১১ টারদিকে ৪টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানায়, সমুজ আলীর ফলের গোদামে বিদ্যুতের সার্কিট থেকে আগুণের সূত্রপাত ঘটলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে একে একে ৪টি দোকান ভষ্মিভুত হয়। এ আগুনে প্রায় ৪লাখ টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয় ব্যবসায়ীরা জানান।
ক্ষতিগ্রস্থরা হলেন ফটিক শুক বৈদ্যের জননী লন্ড্রী, বাদল বৈদ্যের রিপন লন্ড্রী, গোপাল বৈদ্যের বাবুল লন্ড্রী ও সমুজ আলীর ফলের গোদাম।
আগুনের সূত্রপাতের সাথে সাথেই নেভাতে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের প্রাণপণ চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে। এর পর পরই হবিগঞ্জ থেকে ফায়ার সর্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌছলে আগুন সম্পূর্ণ রূপে নেভাতে সক্ষম হন।
এ ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল হক, ওসি আলী ফরিদ আহমদ, এসআই খায়রুজ্জামান সহ পুলিশ টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।