স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের সাবেক পিপি, দৈনিক সংবাদ এর হবিগঞ্জ জেলা প্রতিনিধি এডঃ শামসুল আলম চৌধুরী রাহাত আর নেই। তিনি গতকাল মঙ্গলবার সকাল ৭টায় শহরের অনন্তপুরস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি……রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। তিনি বৃদ্ধা মা, স্ত্রী, ১পুত্র ও ১ ভাইসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্টজনিত রোগে ভোগছিলেন। তার মৃত্যুর সংবাদ শুনার সাথে সাথে সহকর্মী সাংবাদিক, আইনজীবি রাজনীতিবীদসহ বিভিন্ন স্তরের মানুষ তার বাসায় ছুটে যান। সকাল সাড়ে ১১ টায় জজ কোর্ট প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক মনজুর উদ্দিন আহমদ শাহীনের পরিচালনায় এ সময় রাহাত চৌধুরীর জীবনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন, এডঃ মোঃ আবু জাহির এমপি, এডঃ আব্দুল মজিদ খান এমপি, আইনজীবী সমিতির সভাপতি এডঃ চৌধুরী আশরাফুল বারী নোমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি এডঃ মোঃ আমির হোসেন, আব্দুর নুর, রফিকুল হাসান চৌধুরী তুহিন প্রমুখ।
জানাযা নামাজে জেলা ও দায়রা জজ মাহবুব উল হক এবং আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন স্থরের লোকজন অংশগ্রহণ করেন। পরে মরহুমের স্মরনে জেলা ও দায়রা জজ এর এজলাশে ফোল কোর্ট রেফারেন্স অনুষ্টিত হয়। জেলা ও দায়রা জজ মাহবুব উল হক এর সভাপতিত্বে ফোল কোর্ট রেফারেন্সে বিচারকবৃন্দ, আইজীবীগণ উপস্থিত ছিলেন। এতে বক্তব্য রাখেন আইনজীবী সমিতির সভাপতি এডঃ চৌধুরী আশরাফুল বারী নোমান, এডঃ আব্দুর রউফ, এডঃ আব্দুল আহাদ ফারুক।
পরে জেলা আইনজীবি সমিতি মিলনায়তনে এক শোকসভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি এডঃ চৌধুরী আশরাফুল বারী নোমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এডঃ মনজুর উদ্দিন শাহীনের পরিচালনায় শোকসভায় মরহুমের জীবনী নিয়ে আলোচনা করা হয়। পরে মরহুম রাহাত চৌধুরীর মরদেহ হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে রাখা হয়। এ সময় প্রেসক্লাবের পক্ষ থেকে মরহুমের কফিনে পুস্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা জানানো হয়। এ সময় শহরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মরহুমকে শেষবারের মতো দেখতে প্রেসক্লাবে ছুটে যান। দুপুর ১টায় মরহুমের লাশ দ্বিতীয় জানাযার জন্য কোর্ট মসজিদে নিয়ে যাওয়া হয়। সেখানে বাদ জোহর দ্বিতীয় জানাযা নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, আজিজুল হক চৌধুরী শাহীন। জানা যায় ইমামতি করেন মাওঃ গোলাম মোস্তফা নবীনগরী। পরে রাজনগর কবরস্থানে মরহুমের শেষ ইচ্ছা অনুযায়ী তার কন্যার কবরের পাশে তাকে চিরশায়িত করা হয়।
আজ হবিগঞ্জ প্রেসক্লাবে শোকসভা
আজ বাদ মাগরিব হবিগঞ্জ প্রেসক্লাবে মরহুম রাহাত চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা করে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্টানে জেলায় কর্মরত সকল সাংবাদিকদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ ও সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য্য রিংকু।
শোক
হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এডঃ শামসুল আলম চৌধুরী রাহাত এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে হবিগঞ্জ প্রেসক্লাব। এক শোকবার্তায় ক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ, সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য্য রিংকু এ শোক প্রকাশ করেন।
হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি সৈয়দ মোঃ ফয়সল এক বিবৃতিতে সাংবাদিক রাহাত চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এডঃ শামসুল আলম চৌধুরী রাহাত এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আমির হোসেন, সাবেক সভাপতি শামীম আহছান, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক সভাপতি হারুনুর রশীদ চৌধুরী, সাবেক সহ সভাপতি আব্দুল বারী লস্কর, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, দৈনিক হবিগঞ্জ সমাচার সম্পাদক গোলাম মোস্তফা রফিক, ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরী, জেলা চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি রফিকুল হাসান চৌধুরী তুহিন, দৈনিক খবর প্রতিনিধি নুরুজ্জামান ভূইয়া মামুন, ৭১ টিভির প্রতিনিধি শাকিল চৌধুরী, দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি আবু হাসিব খান চৌধুরী পাবেল, মোহনা টিভির প্রতিনিধি মোঃ ছানু মিয়া, আমাদের সময় ডট কমের প্রতিনিধি এম কাউছার আহমেদ, এক্সপ্রেস স্টাফ রিপোর্টার কাজী মিজানুর রহমান, প্রবাসী কমিউনিটি লিডার এনাম হোসেন, হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি শফিকুর রহমান চৌধুরী ফারছু প্রমুখ নেতৃবৃন্দ।
সাংবাদিক ফোরামের শোক
এডভোকেট শামসুল আলম চৌধুরী রাহাতের মৃত্যুতে হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় ফোরাম নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। ফোরাম সভাপতি শাহ মশিউর রহমান কামাল, সহ-সভাপতি হেমায়েত আলী খান জাতু, অপু চৌধুরী, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন দুলাল, সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন, কোষাধ্যক্ষ রহমত আলী, সাবেক সভাপতি মর্তুজা ইমতিয়াজ, এম এ ওয়াহেদ, সাবেক সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী প্রমুখ।
মাধবপুর প্রেসক্লাবঃ
এডভোকেট শামছুল আলম চৌধুরী রাহাত’র মৃত্যুতে মাধবপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তার রুহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ক্লাবের সভাপতি আলাউদ্দিন আল রনি, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাবেক সভাপতি রোকনউদ্দিন লস্করসহ নেতৃবৃন্দ।
নবীগঞ্জ প্রেসক্লাব ঃ এডভোকেট শামসুল আলম চৌধুরী রাহাতের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন নবীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। শোক ও সমবেদনা জ্ঞাপনকারীরা হলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটি এম নুরুল ইসলাম খেজুর, সহ-সভাপতি আশাহীদ আলী আশা, অলিউর রহমান অলি, সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, রাকিল হোসেন, সেলিম তালুকদার, এম মুজিবুর রহমান, আকিকুর রহমান সেলিম, মোঃ মছদ্দর আলী, ফখরুল আহসান চৌধুরী, সাইফুল জাহান চৌধুরী, প্রভাষক আলাউর রহমান, এটি এম সালাম, এম এ আহমদ আজাদ, মোঃ সরওয়ার শিকদার, সলিল বরন দাশ, কালীপদ ভট্রাচার্য্য, জাকির হোসেন চৌধুরী, সুলতান মাহমুদ, জাকিরুল ইসলাম, নিয়ামুল করিম অপু, মতিউর রহমান মুন্না প্রমুখ।
চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির
বিশিষ্ট সাংবাদিক এডঃ রাহাত চৌধুরীর মৃত্যুতে সংবাদ পত্রে প্রেরিত এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন চুনারুঘাট রিপোর্টাস ইউনিটির সভাপতি মোঃ নুরুল আমিন, সহ- সভাপতি মোঃ হাছান আলী, সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক কাজী মাহমুদুল হক সুজন, সিরাজুল ইসলাম, আঃ আউয়াল, এম এম বাতেন, হেলাল উদ্দিন, মোঃ দুলাল মিয়া, মোঃ আঃ মুকিদ।