বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৫:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক চুনারুঘাটে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাটি কাটার মহোৎসব শহরে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় সাবেক এমপি আবু জাহিরসহ ৭৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় লাবণ্য মেধা তালিকায় ২য় স্থান অর্জন করেছে সাংবাদিক আব্দুল হাকিমের ছোট ভাইয়ের ইন্তেকাল মোড়াকরি গ্রামে ইয়াবাসহ যুবক আটক শুভ বড়দিন আজ জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের ন্যায্য মূল্য পাওয়ার দাবি মালিকপক্ষের আজমিরীগঞ্জে ইউএনডিপি ৮৩টি নলকূপ বিতরণের তালিকা স্বজনপ্রীতির মাধ্যমে তৈরির অভিযোগ শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর বাঁধ ঝুঁকি পূর্ণ

কাউরিয়াকান্দি গ্রামে সেচ প্রকল্প নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা প্রশাসনের হস্তক্ষেপ কামনা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০১৪
  • ৪৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার মন্দরী ইউনিয়নের কাউরিয়াকান্দি গ্রামে সেচ প্রকল্প নিয়ে চলছে তুলকালাম কান্ড। প্রকল্পটিতে গোষ্টিগত সংঘতি দেখা দিয়েছে। বিষয়টি শালিসে নিষ্পত্তি করা হলেও বিরোধ মিটেনি। তা নিয়ে আবারও দেখা দিয়েছে সংঘর্ষের আশংকা।
এমতাবস্থায় যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছে গ্রামবাসী। এ সংঘর্ষে নিয়ন্ত্রনে আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছন স্থানীয় জনসাধারণ।
জানা যায়, ওই গ্রামের প্রায় ১৪শ ৬৫ বিঘা ফসলি জমি চাষ করার জন্য ২টি সেচ প্রকল্প রয়েছে। সম্প্রতি ওই সেচ প্রকল্প নিয়ে ৩ গোষ্ঠির মানুষ ২ ভাগে বিভক্ত হয়ে পড়ে। প্রত্যেকই প্রকল্পটি নিজ আয়ত্বে আনতে জোর চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন।
এক পর্যায়ে বিষয়টি সংঘর্ষের দিক মোড় নিলে স্থানীয় মুরুব্বিয়ান ও পুলিশ প্রশাসনের লোকজন ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করেন। বিষয়টি শালিসের পর্যায়ে যায়। কিন্তু শেষ হয়েও যেন হল না শেষ। এ নিয়ে এক পক্ষ আরেক পকে দোষারোপ করছে। এতে আবারও উত্তোপ্ত হয়ে উঠছে কাউরিয়াকান্দি গ্রাম। যে কোন মুর্হুতে সংঘর্ষের আশংকায় গ্রামেবাসী। সংঘর্ষের বিষয়টি অবহিত করে গ্রামের বাহিরে থাকার আত্মীয় স্বজনদের গ্রামে ডেকে নেয়া হচ্ছে। এ অবস্থায় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত একটি ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ।
সূত্রে জানায়, তাদের এই দলাদলির কারণে পানি না পেয়ে শুকিয়ে যাচ্ছে কয়েক শত হেক্টর জমি। এই অবস্থায় দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা। কিন্তু কিছু করতে না পেরে তারা নির্বিকার।
নাম প্রকাশ না করার শর্তে একজন কৃষক জানান, ধান চাষের মৌসুম এলেই প্রতি বছরই এ সেচ প্রকল্পটি নিয়ে গ্রামের কিছু মানুষ দৌড়ঝাপসহ গ্র“পিং-লবিং শুরু করে। নিজেদের ক্ষমতা প্রদর্শনে সংঘর্ষের ঘটনাও ঘটাতে পারেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, যারা সেচ প্রকল্প নিয়ে হট্টগোল শুরু করেছেন তাদের কয়েক জনের কিছু জমি থাকলেও বাকী অনেকেরই হাওরে জমি নেই বললেই চলে। অথচ এ সুযোগে নিরীহ কৃষকদের প্রলোভন দেখিয়ে নিজেদের পকেট ভারি জন্য এ অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন গোটি কয়েকজন সুবিধাবাদী লোক। ফলে উল্লেখিত সেচ প্রকল্প নিয়ে ভয়ানক সংঘর্ষের আশংকা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com