প্রেস বিজ্ঞপ্তি ॥ আগামী ২৯ নভেম্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার হবিগঞ্জ আগমন উপলক্ষে হবিগঞ্জ জেলার যুবলীগের উদ্যেগে কর্মীসভা ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার সন্ধায় স্থানীয় আওয়ামীলীগের কার্য়ালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এডঃ আবু জাহির এমপি। হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরীর পরিচালনায় অনুষ্টিত কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডঃ আব্দুল মজিদ খান এমপি, যুবলীগের কেন্দীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক, উপ-সম্পাদক রুহুল কুদ্দুস খুকন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজুল হক চৌধুরী, এডঃ আবুল ফজল, যুগ্ম সম্পাদক এডঃ সালেহ্ আহমদ, এডঃ লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসিম, শিক্ষা ও বানিজ্য সম্পাদক তোজাম্মেল হক চৌধুরী, যুব ও ক্রীরা সম্পাদক ক্ষিতিশ গোপ, জেলা যুবলীগ নেতা হাসান চৌধুরী হিমসিন, শাহ্ মোঃ আরজু, মিজানুর রহমান শামিম, আব্দুল মালেক, নূরুল আমিন, মন্টু পুরকায়স্থ, সজল রায়, বিপ্লব রায় চৌধুরী, মোঃ সামছু মিয়া, ফারুক মিয়া, মোতাহার হোসেন রিজুু, শফিউলা, পৌর যুবলীগ সভাপতি শফিকুল জামান হিরাজ, সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজ, এডঃ আনিসুজ্জামান আনিস, এনামুল হক এনাম, বদরুল আলম, সবুজ মিয়া, জাহির মিয়া, মঈন উদ্দিন চৌধুলী সুমন, আব্দুর রকিব রনি, ইকবাল হোসোন, দিলুয়ার প্রমূখ।