স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি শামসুল আলম চৌধুরী রাহাতের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মো. আবু জাহির। এক শোক বার্তায় এমপি আবু জাহির বলেন, রাহাত চৌধুরী সৎ ও নির্ভিক সাংবাদিকতার প্রতিকৃত ছিলেন। আইন পেশায়ও তার সুনাম ছিল সমানভাবে। তার অকাল মৃত্যু হবিগঞ্জের সাংবাদিকতা জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি মরহুমের বিদ্বেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।