নবীগঞ্জ প্রতিনিধি ॥ বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া এমপি বলেছেন, আওয়ামীলীগ সরকার বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা, গুম, নির্যাতন, গণগ্রেফতার শুরু করেছে। তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না দিয়ে বাকশালী কায়দায় একদলীয় নির্বাচন দিতে চায়। ফলে একদফার দাবীতে ১৮ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া লাগাতার ৬০ ঘন্টার হরতাল দিতে বাধ্য হয়েছেন। জনাব শেখ সুজাত এমপি টানা ৬০ ঘন্টার হরতাল শান্তিপূর্ণ ভাবে পালন করার জন্য দলীয় নেতাকর্মীসহ নবীগঞ্জের সকল শ্রেণী-পেশার মানুষের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, গণতান্ত্রিক শান্তিপূর্ণ কর্মসূচীতে বাধা দেয়ার চেষ্টা করলে যে কোন পরিস্থিতির দায়-দায়িত্ব প্রশাসনকে নিতে হবে।
তিনি গতকাল শনিবার সন্ধ্যায় হরতালের সমর্থনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় উক্ত কথা বলেন। বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট নবীগঞ্জ থানা ও পৌর শাখার উদ্যোগে অনুষ্টিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী। থানা ছাত্রদলের আহ্বায়ক হারুনুর রশীদ হারুনের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিহাব আহমদ চৌধুরী, পৌর বিএনপির সাংগঠনিক যুবরাজ গোপ, বিএনপি নেতা নাসির আহমদ চৌধুরী, সাদিকুল ইসলাম শিশু, আব্দুল আহাদ চৌধুরী, থানা যুবদলের সভাপতি এটিএম সালাম, পৌর যুবদল আহ্বায়ক আব্দুল বাকির চৌধুরী এমরান, পৌর জামায়াতের সভাপতি সাইদুল হক চৌধুরী সাদিক, জমিয়তে ইসলামের নেতা মাওঃ আব্দুর রকিব হক্কানী, পৌর খেলাফতের সভাপতি মাওঃ আলা উদ্দিন, ওলামা দল সভাপতি মাওঃ মতিউর রহমান সাদী, থানা যুবদলের সাধারণ সম্পাদক সোহেল আহমদ রিপন, সহ সভাপতি আব্দুর রকিব, আব্দুর বাছিত রাসেল, যুবদল নেতা হাফিজুর রহমান চৌধুরী, রুপন আহমদ, নুরুল আমীন, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান জুয়েল, শেখ আবুল কাশেম, খালেদ আহমদ, আব্দুল সাহেদ, আবুল কালাম মিঠু, পৌর ছ্রাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজিউর চৌধুরী, ওয়াহিদুজ্জামান জুয়েল, ছমিরুল আহমদ, আক্তার মিয়া, কলেজ ছাত্রদলের আহ্বায়ক অলিউর রহমান অলি, যুগ্ম আহ্বায়ক জিয়াউল ইসলাম জিয়া, মামুনুর রশীদ মামুন, দুলাল আহমদ, জুনেদ আহমদ, কাউছার আলম, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক যোশেফ বখ্ত চৌধুরী, মোস্তহিদ উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম তালুকদার, যুগ্ম আহ্বায়ক এনাম আহমদ, তাতী দলের আহ্বায়ক চুনু মিয়া, যুগ্ম আহ্বায়ক জাহির আলী, পৌর তাতী দলের যুগ্ম আহ্বায়ক আজিল চৌধুরী, পৌর কৃষক দলের সেক্রেটারী সুন্দর আলী, জাসাস আহ্বায়ক রাজন রায়, জাসাদ আহ্বায়ক হোসাইন আহমদ, শহীদ জিয়া স্মৃতি সংসদের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুহিত, আব্দুল হামিদ, ছাত্র মজলিশ নেতা আবু সুফিয়ান, জসিম উদ্দিন, শ্রমিক দল নেতা আব্দুল মুহিত চৌধুরী, মকদ্দুছ চৌধুরী, আল-আমীন প্রমূখ।
অপর দিকে হরতালের সমর্থনে পানিউন্দা ইউনিয়নের খাগাউড়া বাজারে বিকালে বিক্ষোভ মিছিল করেছে ইউপি যুবদল। পরে সমাবেশে বক্তব্য রাখেন আলহাজ্ব শেখ সুজাত মিয়া এমপি, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, বিএনপি নেতা আব্দুর রহমান, শিহাব চৌধুরী, গোলাম নবী, যুবরাজ গোপ, তৈয়বুর রহমান, যুবদল সভাপতি এটিএম সালাম, বাহুবল যুবদল সভাপতি আলহাজ্ব সামছুল আলম, যুবদল নেতা সোহেল আহমদ রিপন, আক্তার উদ্দিন, মোস্তফা হেলাল, মাহমুদ আহমদ, ছাত্রদল আহ্বায়ক হারুনুর রশীদ প্রমূখ। এছাড়া উপজেলার স্থানীয় আউশকান্দি বাজারে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির সেক্রেটারী এবাদুর রহমান দারা, যুবদল সভাপতি সাইদুর রহমান, সেক্রেটারী সৈয়দ জুবায়ের আহমদ, স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক সাহেল আহমদ, যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন শিপন, ছাত্রদল নেতা শিহাব আহমদ, শহীদ জিয়া স্মৃতি সংসদ আউশকান্দি ইউপি সভাপতি কাজী সেলিম আহমদ প্রমূখ।