শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে দালালসহ গ্রেফতার ৩ মৃত্যুর ২ দিন পর চুনারুঘাটের জহুর আলীর লাশ হস্তান্তর শহরে ১০৯ বস্তা চিনিসহ এক পাচারকারী আটক শহরে ১০৯ বস্তা চিনিসহ এক পাচারকারী আটক আগামী মঙ্গলবার পইল ঐতিহ্যবাহি মাছের মেলা নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে মামলা দায়েরের নিন্দা শহরের যানজট নিরসনে গুরুত্ব দিয়ে কাজ করবে পৌরসভা নবীগঞ্জ-রুদ্রগ্রাম রাস্তা সংস্কারের দাবীতে এলাকাবাসী ও শিক্ষার্থীদের মানববন্ধন মাধবপুরে জাতীয় অনুর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে টর্চ লাইট জ্বালিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত ৫০

হবিগঞ্জে মানববন্ধনে ডাঃ আবদাল ইলিয়াস আলীকে সুস্থ্য অবস্থায় ফেরত না দিলে সিলেট বিভাগে দূর্বার আন্দোলন

  • আপডেট টাইম বুধবার, ২১ আগস্ট, ২০১৩
  • ৬৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে ফেরত পাওয়ার দাবিতে মানববন্ধন করেছে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ হবিগঞ্জ জেলার নেতাকর্মীরা। গতকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের প্রধান সড়কের মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ দূর্জয় হবিগঞ্জ এর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ হবিগঞ্জ জেলার আহ্বায়ক ও জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আহমুদুর রহমান আবদাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধন পরিচালনায় ছিলেন জ্যেষ্ঠ আহ্বায়ক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল আহমেদ সেলিম ও সদস্য সচিব, যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য মহিবুল ইসলাম শাহীন। এতে বক্তব্য দেন- জেলা বিএনপি সহ সভাপতি অ্যাডভোকেট খালিকুজ্জামান চৌধুরী, অ্যাডভোকেট সামসু মিয়া চৌধুরী, অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, অ্যাডভোকেট জমসেদ আলী, লুৎফুর রহমান, জেলা মৎস্যজীবী দলের সভাপতি অ্যাডভোকেট মুদ্দত আহমেদ, জেলা আইনজীবী ফোরাম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রমিজ আলী, ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ জেলার যুগ্ম আহ্বায়ক হাজী ফজলুর রহমান টেনু, অ্যাডভোকেট হাবিবুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট আজিজুর রহমান আজিজ, মোহাম্মদ আলী মুসা, শামীম মিয়া, হারুন অর রশিদ হারুন, আব্দুল আহাদ, মঈন উদ্দিন শাহীন, জেলা ছাত্রদল জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, অ্যাডভোকেট এ জে জালাল আহমেদ, অ্যাডভোকেট ফয়সল আহমেদ চৌধুরী, অ্যাডভোকেট মহিবুর রহমান বাহার, অ্যাডভোকেট ফেরদৌস আলম চৌধুরী, অ্যাডভোকেট সেলিনা সুলতানা, অ্যাডভোকেট জিয়াউর রহমান, অ্যাডভোকেট রিপন আহমেদ, শাহজাহান মিয়া, মনসুর উদ্দিন শামীম, জহিরুল ইসলাম রুয়েল, ফরিদ উজ জামান রনি, সাইফুল ইসলাম, জাকির হোসেন, জোবায়ের আহমেদ, বৃন্দাবন কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মওদুদ আহমেদ, বৃন্দাবন কলেজ ছাত্রদল যুগ্ম আহ্বায়ক মহিদুল ইসলাম সুজন, উসমান গণি কালন, দ্বীন ইসলাম, সালেক আহমেদ, আব্দুল মজিদ, আব্দুল মতিন, কিতাব আলী, শাহজাহান মিয়া (২), খাইরুজ্জামান সোহেল, রুবেল খান, রাজীব খান, এহতেশামুল হক সোহাগ, গোলাম মোস্তফা, রায়হান আহমেদ আকাশ, ফয়সল, সেলিম রানা, এটম মিয়া, আশিক মিয়া, মহিবুল হক সুমন, আব্দুল হক, সালাউদ্দিন, তমিজ মিয়া, আল আমিন, নোমান মিয়া, সাহেদ, রকি, মিনহাজ উদ্দিন সাদী, আবুল কালাম, জুয়েল, রনি, মান্না, নাঈম, সোহেল মিয়া, মঈন উদ্দিন আহমেদ সানি ও মোহাম্মদ মুন্না প্রমুখ।
সভাপতির বক্তব্যে ডাঃ আবদাল বলেন-শিগগিরই এম ইলিয়াস আলীকে সুস্থ্য অবস্থায় ফেরত না দিলে সিলেট বিভাগে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
তিনি আরও বলেন-বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে সকল অপ-প্রচার বন্ধ এবং মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলন কর্মসূচী ঘোষণা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com