নবীগঞ্জ প্রতিনিধি ॥ আগামী ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নে বিবিয়ানা গ্যাস ফিল্ডে আগমন উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে হ্যালিপ্যাড স্থল পরিদর্শন করেছেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগের দায়িত্ব প্রাপ্ত নেতা এডঃ মিছবাহ উদ্দিন সিরাজ। এ সময় তিনি বলেন বাংলাদেশ আওয়ামীলীগ যখনই রাষ্ট্র ক্ষমতায় আসে এ দেশের উন্নয়ন হয়। তিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে এক যোগে কাজ করতে হবে। নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলমগীর চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী আগমনকে স্বাগত জানাতে আমরা জেলাবাসী প্রস্তুত রয়েছে। এ জনসভায় লাখো মানুষের ঢল নামবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় উপস্থি ছিলেন সিলেট জজ কোর্টের এডিশনাল পিপি এডঃ শামছুল ইসলাম, যুক্তরাজ্র শাখা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহমুদুল হাসান, সিলেটের ডাক, চ্যানেল এস নবীগঞ্জ প্রতিনিধি রাকিল হোসেন, উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা নিলুফা ইসলাম নীলু, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি চৌধুরী, এস আই জাহাঙ্গীর আলম, এসআই আব্দুল লতিফ, আওয়ামীলীগ নেতা ডাঃ নিজামুল ইসলাম চৌধুরী, সাংবাদিক শামীম আহমেদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা লিমন আহমদ, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল হান্নান প্রমূখ।
হ্যালিপ্যাড স্থল পরিদর্শন শেষে নেতৃবৃন্দ বিবিয়ানা গ্যাস ফিল্ডে প্রধানমন্ত্রীর সভাস্থল পরিদর্শন করেন। এ সময় শেভরনে কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তিনি শেভরনের হল রুমে শেভরনের কর্মকর্তাদের সাথে এক সৌজন্যে সাক্ষাতে মিলিত হন।