এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের বিবিয়ানা নদী থেকে প্রমোদ দাশ (৫৫) নামে এক মুক্তিযোদ্ধার (অবঃ পুলিশ সদস্য) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে কিভাবে তাঁর মৃত্যু হয়েছে এব্যাপারে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারছেনা। তাঁর বাড়ি উপজেলার বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, মুক্তিযোদ্ধা প্রমোদ দাশ গত রবিবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ঘরে ফিরেন নি। বাড়ির লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁকে পায়নি। গতকাল সোমবার সকালে স্থানীয় জগন্নাথপুর বাজার সংলগ্ন বিবিয়ানা নদীর পাড়ে তাঁর জুতা পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে লোকজন মাছ ধরার জাল দিয়ে নদীতে খোঁজাখুঁজি করে প্রমোদ দাশের মৃত দেহ উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। পরে ওই দিনই দুপুর ২টায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আনোয়ার হোসেন উপজেলার প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার সম্মাননা দেয়া হয় এবং তার লাশ দাহ করা হয়। এ সময় নবীগঞ্জ থানার সেকেন্ড অফিসার মোঃ শাহজাহান সিরাজি উপস্থিত ছিলেন।