স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রীর আসন্ন হবিগঞ্জ সফরে নির্ধারিত জনসভাস্থল নিউফিল্ড পরিদর্শন করেছেন জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। গতকাল সোমবার সকালে নিউফিল্ড পরিদর্শন করেন হবিগঞ্জ-লাখাইয়ের সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির, বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট এএম মজিদ খান, জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন, জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর শেখ নূর হোসেন, গৌতম কুমার রায়, সড়ক ও জনপথ বিভাগ সিলেটের এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার ইফতেখার কবির, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার আহমেদুর রহমান, সড়ক ও জনপথ বিভাগ হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, হবিগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মধুসুদন দাসসহ অন্যান্যরা। জনসভাস্থল নিউফিল্ডকে উপযুক্ত করে তুলতে ত্র“টিমুক্তভাবে কার্যক্রম সম্পন্ন করার জন্য এডভোকেট মোঃ আবু জাহির এমপি বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্তদের নির্দেশ দেন।