স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ ৬নং কাগাপাশা ইউনিয়নের চমকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূণ অবস্থায় রয়েছে। ভবনটি ধ্বসে যেকোন সময় ঘটতে পারে কোমলমতি শিশুদের প্রাণহানি।
সরেজমিনে দেখা যায়, উপজেলা সদর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে অবস্থিত চমকপুর সরকারী প্রথমিক বিদ্যালয়টি। বিদ্যালয়ের পাশে রযেছে একটি গভীর খাল। চার পাশের মাটি সরে গিয়ে ঝুকিপূর্ণভাবে দাড়িয়ে আছে ভবনটি। উপর দিকের ছাউনি থাকলেও তা দিয়ে বৃষ্টি পড়ে। বারান্দার ছাউনির টিন উড়ে গেছে। ঝড়বৃষ্টি হলে কোমলমতি শিক্ষার্থীদের পার্শ্ববর্তী বাড়িতে আশ্রয় নিতে হয়। একজন অভিভাবক জানান, ভবনটি ধ্বসে যাওয়ার ভয়ে অনেক শিক্ষার্থীই বিদ্যালয়ে আসছেনা। গুটি কয়েকজন শিক্ষার্থী আসলেও তাদের সাথে আসেন অভিবাবকরা। তিনি জানান-যেকোন সময় ভবন ধ্বসে ভয়াবহ দূর্ঘটনা ঘটতে পারে।
এলাকাবাসী জানান, বিদ্যালটি ঝুকিপূণ থাকার কারণে অভিভাবকরা তাদের শিশুদের বিদ্যালয়ে দিতে চান না। এতে তাদের শিক্ষা জীবনের মারাত্মক ক্ষতি হচ্ছে। এলাকাবাসীর দাবী ঝুকিপূর্ণ ভবনটি পরিত্যাক্ত ঘোষনা করে বিকল্প ব্যবস্থায় শিক্ষার্থীদের পাঠদানের ব্যবস্থা করা হউক।