স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর নারায়নপুরে দু’দলের সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত হয়েছে। গতকাল সকাল ৭টার দিকে এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-ওই সাবাজ মিয়া ও সৈয়দ আলীর মধ্যে পূর্ব বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল সকাল ৭টার দিকে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এতে অর্ধশতাধিক আহত হয়। আহতদের মধ্যে ফজর আলী (২৪), আব্দুল আলী (৩০), আব্দুস সালাম (২২), আবুল কালাম (২৬), নুর ইসলাম (৩৫), সৈয়দ আলী (৩০), মামুন মিয়া (২০), সানু মিয়া (৩৫), দিলারা বেগম (৩০), শেফুল মিয়া (২৫), জিতু মিয়া (৩২) ও আল আমিন (১৫)কে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।