বিশেষ প্রতিনিধি ॥ নবীগঞ্জে পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে হত্যা মামলায় ফাঁসাতে গিয়ে ওসি মোঃ লিয়াকত আলীর অভিজ্ঞতার জালে আটকা পড়েছে দুই প্রতারক। গতকাল সন্ধায় এঘটনা ঘটে। এনিয়ে চাঞ্চল্যের তৈরী হয়েছে। আলোচিত ঘটনা নিশ্চিত করেছে নবীগঞ্জ থানার পুলিশ।
দায়িত্বশীল সূত্র জানায়, উপজেলার আউশকান্দি ইউনিয়নের সদরাবাদ গ্রামের মৃত আবদুর রশিদ এর দুই পুত্র কবির উদ্দিন এবং একে ফজলুর নামে একটি হত্যা মামলার ওয়ারেন্ট নিয়ে থানায় যায় দুই প্রতারক। টাকা দিয়ে ওয়ারেন্ট তামিল করার প্রফোজাল দেয়া হয়। অতিউৎসাহি মনোভাব দেখে সন্দেহ হয় ওসির। কৌশলে তাদের বসিয়ে রেখে কথিত হত্যা মামলা রেকর্ডভুক্ত ঢাকার বাড্ডা থানায় যোগাযোগ করেন। বাড্ডা থানার মামলা নং ২০। সংশ্লিষ্ট থানার ওসির সাথে যোগাযোগ করা হলে প্রতারণার তথ্য উদঘাটিত হয়। ওই থানার ওসি জানান, ২০ ফেব্র“য়ারী (মামলা নং-২০) বাড্ডা থানায় কোন প্রকার হত্যা মামলা রেকর্ডভুক্ত হয়নি। ওই দিন একটি মাদকের মামলা রেকর্ড হয়েছে। উল্লেখিত দুই আসামীর নাম সেখানে তালিকাভুক্তিতে নেই। ভূয়া ওয়ারেন্ট ও প্রতারণার তথ্য নিশ্চিত হন ওসি লিয়াকত আলী। মিথ্যা তথ্য দিয়ে হয়রানী ও প্রশাসকনে বিভ্রান্ত করার অভিযোগে দুই প্রতারককে আটক করা হয়। আটককৃতরা হলেন, নবীগঞ্জ শহরের পৌর এলাকার রাজাবাদ গ্রামের মৃত ছইদুর রহমানের পুত্র মুস্তাফিজুর রহমান এবং উপজেলার জিয়াদিপুর গ্রামের আলহাজ্ব শাহানুর রহমানের পুত্র নজরুল ইসলাম। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলার কথা জানিয়েছে পুলিশ।