রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের পুলিশ সুপার জয় দেব কুমার ভদ্র বলেছেন-মাদক মারাত্মক ব্যাধি। ক্যান্সারের মতো আমাদের যুব সমাজকে আক্রান্ত করছে। যা ধীরে ধীরে আমাদের গোটা সমাজকে ধবংস করে ফেলবে। মাদকাসক্ত সন্তান তার পিতা মাতাকে খুন করতেও দ্বিধাবোধ করে না। এ ধরনের অপরাধীদের কারনে সমাজে নানা ধরনের অরাজকতার সৃষ্টি হয়। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীরা দেশ ও জাতীর শত্র“। তিনি মাদক ব্যবসায়ীদের সম্পর্কে পুলিশকে তথ্য প্রদানের জন্য সচেতন ব্যক্তিদের দৃষ্টি আকর্ষন করে বলেন, যদি কোনো পুলিশ সদস্য মাদক ব্যবসায়ীকে সহযোগীতা করে বা তাদের সাথে সম্পর্ক রাখে এমন তথ্য পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তাই এলাকার মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চোর-ডাকাতসহ অপরাধীদের সম্পর্কে পুলিশকে নির্ভয়ে সহযোগীতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। তিনি শনিবার বিকাল সাড়ে ৩ টায় মাধবপুর উপজেলার ধর্মঘর উচ্চ বিদ্যালয় খেলার মাঠে জেলা পুলিশ সুপার একাদশ বনাম মাধবপুর উপজেলা একাদশ প্রীতি ফুটবল খেলার পুরস্কার বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ধর্মঘর ইউনিয়নের চেয়ারম্যান সামসুল ইসলাম কামালের সভাপতিত্বে পুরুস্কার বিরতণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার সাজ্জাদ ইবনে রায়হান, থানার অফিসার ইনচার্জ আব্দুল বাছেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, ওসি তদন্ত কে এম আজমিরুজামান, প্রেসক্লাব সভাপতি আলাউদ্দিন আল রনি, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন, ইউপি চেয়ারম্যান খাইরুল হোসাইন মনু, ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সুকোমল রায়, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মিজানুর রহমান, সাবেক সভাপতি রোকনউদ্দিন লস্কর প্রমূখ। উল্লেখ্য, জেলা পুলিশ বনাম মাধবপুর উপজেলা একাদশ মধ্যে অনুষ্টিত খেলায় জেলা পুলিশ সুপার একাদশ ৪-০ গোলে মাধবপুর উপজেলা একাদশকে হারিয়ে চ্যম্পিয়ান হয়।