প্রেস বিজ্ঞপ্তি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হবিগঞ্জ আগমন উপলক্ষে জেলা স্বেচ্ছাসেকলীগের বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে। সকাল ১১ টায় জেলা আওয়ামীলীগের নির্দেশক্রমে স্থানীয় সাইফুর রহমান টাউন হলে এ বিশেষ বর্ধিত সভা অনুষ্টিত হয়। জেলা স্বেচ্ছাসেকলীগের সভাপতি সৈয়দ কামরুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান ইয়াহিয়া চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ ফয়জুল বশীর চৌধুরী সুজন’র পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-হবিগঞ্জ জেলা আওয়ামলীগের সভাপতি এডঃ আবু জাহির এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডঃ আব্দুল মজিদ খান এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, সদস্য এডঃ কামাল ও এডঃ জামিল।
হবিগঞ্জ পৌর স্বেচ্ছাসেকলীগ নেতা কে,এম সুলতান কোহিনূর এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্টিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডঃ আবুল ফজল, যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম, মর্তুজ আলী, সেলিম চৌধুরী, অমল কুমার দাশ পলাশ, নজরুল ইসলাম শামীম, এস,এম নাবিউর রহমান, মোস্তফা কামাল আজাদ রাসেল, মুকিদুল ইসলাম মুকিত, শেখ সেবুল আহমেদ, মাসুক ভান্ডারী, আজমুল হোসেন চৌধুরী, রুহুল কিবরিয়া বুলবুল, আলমগীর হোসেন টিপু, জসিম আহমেদ, মোবারক হোসেন, আবেদ হাসনাত চৌধুরী সনজু, আমিনুর রহমান চৌধুরী সুমন, মাসুম আজাদ প্রমূখ।
পরিশেষে নবীগঞ্জ উপজেলার বর্তমান কমিটিকে বিলুপ্তি ঘোষনা করে আমিনুর রহমান চৌধুরী সুমন-কে আহ্বায়ক এবং উজ্জ্বল সর্দার ও ইকবাল আহমেদ বেলাল-কে যুগ্ম আহ্বায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বাযক কমিটি গঠন করা হয়।