প্রেস বিজ্ঞপ্তি ॥ গ্যাস-বিদ্যুৎ এর মূল্য বৃদ্ধির পায়তারার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ এর যৌথ উদ্যোগে মুক্তিযোদ্ধা মোতালিব চত্বরে বিকাল ৪টায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সিপিবি জেলা সভাপতি কমরেড হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা আব্দুল হাকিমের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন-সিপিবি হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক পীযুষ চক্রবর্তী, জেলা বাসদ সমন্বয়ক এডঃ জুনায়েদ আহমেদ, বাসদ নেতা হুমায়ুন খান, ছাত্র ইউনিয়ন হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান, জেলা ছাত্র ফ্রন্ট নেতা এআরসি কাউসার প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় বক্তাগণ জনগণকে সাথে নিয়ে লড়াই সংগ্রামের মাধ্যমে গ্যাস-বিদ্যুৎ এর মূল্য বৃদ্ধির পায়তারা রুখে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন। প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিল শুরু হলে মিছিলটি পুলিশের বাধার মুখে পড়ে। সেখানে পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তাগণ পুলিশের বাধার তীব্র নিন্দা জানান।