স্টাফ রিপোর্টার ॥ কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে মাধবপুরের পূর্ব মাধবপুর গ্রামের মিন্নত আলীর পুত্র সৈয়দ আলীসহ ১২ ডাকাতকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে কুলাউড়া শহরের মাহতাব ছায়েরা উচ্চ বিদ্যালয়ের নিকট থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা অন্যান্যরা হলেন, বি-বাড়ীয়া জেলার নাসিরনগর থানার নুরপুর (পুকুরপাড়া) গ্রামের মুমিন মিয়ার পুত্র সেলিম মিয়া (৩০), সিলেট জেলার শাহপরান থানার টুলটিকর শমরবাড়ীর নুরুল ইসলামের পুত্র জুয়েল আহমদ (২৪), বি-বাড়ীয়া জেলার সরাইল থানার দেওড়া গ্রামের সলুমুদ্দিনের পুত্র তজমুদ্দিন (২৫), সিলেট জেলার শাহপরান থানার সাদাটিকর ছুইন মিয়ার বাড়ীর ফয়েজ আহমদের পুত্র এনাম (১৮), বি-বাড়ীয়া জেলার নাসিরনগর থানার পূর্বভাগ ইউপির কুয়ারপুর গ্রামের আনিছ আলীর পুত্র মহব্বত আলী (২৬), একই থানার ব্রাহ্মণশাসন গ্রামের আব্দুল বাছিতের পুত্র আলমগীর (২০), আটলা গ্রামের নাসির মিয়ার পুত্র শাহ্ আলম (৩০), নুরপুর (পুকুরপাড়া) গ্রামের কাচ্চু মিয়ার পুত্র রাফিক (২০), একই জেলার সরাইল কালীকচ্ছ গ্রামের আবুল হোসেনের পুত্র আনোয়ার হোসেনে আনার (২২), একই উপজেলা মৃত আব্দুল মন্নাফের পুত্র মো. ছাত্তার মিয়া (২৫)। কুলাউড়া থানার ওসি অমল কুমার ধর জানান, জয়চন্ডী ইউনিয়নের লৈয়ারহাই গ্রামের আমেরিকা প্রবাসী লিয়াকত আলীর বাড়িতে এবং হিঙ্গাজিয়া গ্রামের এমএনএইচ ব্রিক ফিল্ডের সত্ত্বাধিকারী হাজী মোঃ নজিবুর রহমান (মোহাম্মদ আলীর) বাড়িতে ডাকাতির জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১টার দিকে তাদেরকে আটক করা হয়। আটককৃত মহব্বত আলীর বিরুদ্ধে ১২টি, আলমগীরে বিরুদ্ধে ২টি, রাফিকের বিরুদ্ধে ২০টি, আনোয়ারের বিরুদ্ধে ৭টি, মোঃ ছাত্তারের বিরুদ্ধে ৯টি করে বি-বাড়ীয়ার সরাইল থানায় খুন ও ডাকাতির মামলা রয়েছে।