বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ থানার ওসি কামালের অপসারণের দাবীতে ঝাড়ু মিছিল নবীগঞ্জ সবজি দোকানে আগুন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি আগামীকাল দিনারপুর কলেজে আসছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ পইল মাছের মেলায় প্যানেল চেয়ারম্যানকে হেনস্তা মাধবপুরে বিএনপির মিলন মেলা ॥ শিল্পপতি সৈয়দ ফয়সলকে প্রার্থী চান নেতাকর্মীরা নবীগঞ্জে তানহা জনি’র “কোমল হাতে স্নেহের পরশ” বইয়ের মোড়ক উন্মোচন চুনারুঘাট মুড়ারবন্দ ১২০ আউলিয়া মাজার শরীফে বার্ষিক ওরস শুরু নবীগঞ্জে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্টিত বানিয়াচঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনে ৯ জন নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৬৪ জনের বিরুদ্ধে অভিযোগ নবীগঞ্জ অইনগাঁও সড়ক লাখো মানুষের কান্না !

নবীগঞ্জের গালিমপুর ও মাধবপুর সর্বক্ষেত্রে পিছিয়ে পড়া দু’টি গ্রাম

  • আপডেট টাইম শুক্রবার, ২১ নভেম্বর, ২০১৪
  • ৫৮৬ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে পিছিয়ে পড়া দুটি গ্রামের নাম গালিমপুর ও মাধবপুর। স্বাধীনাতর ৪৩ বছর অতিবাহিত হলেও উন্নয়ন বঞ্চিত রয়েছে এ দু’টি গ্রাম। নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে এই দুইটি গ্রামের অবস্থান। দুই গ্রামে প্রায় ৫ হাজার লোকের বসবাস। স্বাধীনতার পর থেকে স্থানীয় ও জাতীয় পর্যায়ে ক্ষমতার হাত বদল হয়েছে। দেশের পট পরিবর্তন হয়েছে, কিন্তু ওই দুই গ্রামের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। এখানে উন্নয়নের ছুয়া লাগেনি কয়েক যুগেও। যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুত তাদের ভাগ্যে জুটেনি। গালিমপুর ও মাধবপুর গ্রামে দু’টি প্রাইমারী স্কুল রয়েছে। তবে নেই কোন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়। আশপাশেও কোন হাইস্কুল নেই। ফলে উচ্চ শিক্ষা লাভ করা সম্ভব হয়না গ্রামের অনেকেরই। স্থানীয় লোকদের প্রচেষ্টায় ২০০১ সালে গড়ে উঠেছে মোহাম্মদিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা নামে একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্টান। গ্রামের শিশু কিশোর-কিশোরীরা প্রাইমারী শেষ করে প্রায় ৩ কিঃ মিঃ দুরে ওসমানী নগর থানার রহমতপুর উচ্চ বিদ্যালয়ে যেতে হয় অনেক কষ্ট করে। যারা উচ্চ শিক্ষা লাভে আগ্রহী তাদেরকে সীমাহীন কষ্ট পোহাতে হয়। ধনী-দারিদ্র, কর্মজীবি-চাকুরীজিবীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের বসবাস উক্ত গ্রামে। রয়েছে অনেক প্রবাসী যাদের অর্থের একটি অংশ রাষ্ট্রীয় কাজে ভূমিকা রাখছে। এছাড়া ওই ইউনিয়নেআবি®কৃত বিবিয়ানা গ্যাস ক্ষেত্র থেকে জাতীয়গ্রেডে গ্যাস সঞ্চালনের মাধ্যমে গুরুত্বপুর্ণ ভূমিকা রেখে আসছে। এক কিছুর পরও গ্রামগুলোর উন্নয়নের দিকে কারোর নজর নেই। গ্রামবাসী জানান, গেল বিএনপির শাসন আমলে এমপি এম ইলিয়াছ আলীর বদৌলতে সাদিপুর থেকে লামা তাজপুর হয়ে একটি মাটির রাস্তা তৈরী হয়েছিল। খানাখন্দে ভরা ওই রাস্তাটিও চলাচলের উপযোগী নয়। তাদের অভিযোগ, যে কোন নির্বাচন আসলেই নেতানেত্রীদের পদধুলিতে মুখরিত হয় এলাকা। রাস্তা-ঘাট, স্কুল কলেজ, বিদ্যুতের স্বপ্ন দেখান। কিন্তু নির্বাচনী বৈতরণী পাড় হওয়ার পর এসব অতিথিদের আর দেখা মিলে না। মাধবপুর গ্রামের আবু তাহের জানান, ওই গ্রামের লোকদের জরুরী কাজে নবীগঞ্জ উপজেলা সদর বা হবিগঞ্জ জেলা সদরে যেতে কষ্টের সীমা নেই। গ্রামে রয়েছে বিশুদ্ধ পানির অভাব, কোন গভীর নলকুপ নেই। এ ছাড়া কুশিয়ারা নদীর এ পাড়ে আসতে হলে শেরপুর হয়ে আসতে হয়। এতে কমপক্ষে ২ থেকে আড়াই ঘন্টা সময় ব্যয় হয়। গ্রামবাসী দীর্ঘদিন ধরে সড়ক যোগাযোগের উন্নয়ন, বিশুদ্ধ পানির ব্যবস্থা, উন্নত শিক্ষার ব্যবস্থাসহ গ্রাম দু’টিতে বিদ্যুতায়ন করার দাবী জানিয়ে আসছেন। কিন্তু কর্তাব্যক্তিদের কোন ভ্রুক্ষেপ নেই। গ্রামবাসী তাদের দুঃখ দুর্দশা দুর করার জন্য সরকারের নিকট জোরদাবী জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com